সুকুমার সরকার, ঢাকা: দেখলে মনে হবে অটো চালক। কিন্তু আদপে তা ছদ্মবেশ। আসল লক্ষ্য ছিনতাই। ঢাকায় সক্রিয় হয়ে উঠেছে এমনই এক চক্র। যাদের নাম হামকা গ্রুপ। ইতিমধ্যেই পাঁচ ছিনতাইবাজকে গ্রেপ্তারও করেছে বাংলাদেশ পুলিশ (Bangladesh Police)।
কেন এই চক্রের এমন নাম? আসলে হামকা গ্রুপের প্রধান নুরুল আলমের ডাকনাম হামকা। তার নামেই চক্রের এমন নাম। প্রায় এক যুগ আগেও দলটি সক্রিয় ছিল। কিন্তু হামকা গ্রেপ্তার হওয়ার পর থেকে কমে যায় তাদের দৌরাত্ম্য। কিন্তু হালফিলে ফের মাথাচাড়া দিয়েছে হামকা গ্রুপ। যদিও নুরুল আলম এখনও জেলবন্দি। কিন্তু মোস্তাফিজুর নামের এক দুষ্কৃতীর নেতৃত্বে নতুন করে তারা দানা বেঁধেছে। পাঁচ মাস আগে সে জেল থেকে ছাড়া পায়।
[আরও পড়ুন: কেষ্টতেই ভরসা! বীরভূমের বৈঠকে অনুব্রতর পদ্ধতিতেই লোকসভা নির্বাচনের নির্দেশ মমতার]
অবশেষে সোমবার রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি অটো রিকশা। কীভাবে কাজ করত তারা? জানা যাচ্ছে, যাত্রীকে অটোয় তুলে তার পর তাকে অস্ত্র দেখিয়ে ছিনতাই করত হামকা গ্রুপের সদস্যরা।