shono
Advertisement

অটো চালকের বেশেই ছিনতাই, ঢাকায় আতঙ্কের নাম হামকা গ্রুপ!

যাত্রীদের লুটতে কীভাবে ষড়যন্ত্র?
Posted: 08:20 PM Jan 23, 2024Updated: 08:23 PM Jan 23, 2024

সুকুমার সরকার, ঢাকা: দেখলে মনে হবে অটো চালক। কিন্তু আদপে তা ছদ্মবেশ। আসল লক্ষ্য ছিনতাই। ঢাকায় সক্রিয় হয়ে উঠেছে এমনই এক চক্র। যাদের নাম হামকা গ্রুপ। ইতিমধ্যেই পাঁচ ছিনতাইবাজকে গ্রেপ্তারও করেছে বাংলাদেশ পুলিশ (Bangladesh Police)।

Advertisement

কেন এই চক্রের এমন নাম? আসলে হামকা গ্রুপের প্রধান নুরুল আলমের ডাকনাম হামকা। তার নামেই চক্রের এমন নাম। প্রায় এক যুগ আগেও দলটি সক্রিয় ছিল। কিন্তু হামকা গ্রেপ্তার হওয়ার পর থেকে কমে যায় তাদের দৌরাত্ম্য। কিন্তু হালফিলে ফের মাথাচাড়া দিয়েছে হামকা গ্রুপ। যদিও নুরুল আলম এখনও জেলবন্দি। কিন্তু মোস্তাফিজুর নামের এক দুষ্কৃতীর নেতৃত্বে নতুন করে তারা দানা বেঁধেছে। পাঁচ মাস আগে সে জেল থেকে ছাড়া পায়।

[আরও পড়ুন: কেষ্টতেই ভরসা! বীরভূমের বৈঠকে অনুব্রতর পদ্ধতিতেই লোকসভা নির্বাচনের নির্দেশ মমতার]

অবশেষে সোমবার রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি অটো রিকশা। কীভাবে কাজ করত তারা? জানা যাচ্ছে, যাত্রীকে অটোয় তুলে তার পর তাকে অস্ত্র দেখিয়ে ছিনতাই করত হামকা গ্রুপের সদস্যরা।

[আরও পড়ুন: এবার থেকে আরও সকালে খুলবে আউটডোর, সরকারি হাসপাতালের নিয়মে বড় বদল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement