shono
Advertisement

Breaking News

কালো টাকায় লন্ডনে বেনামি সম্পত্তি কিনেছেন রবার্ট বঢরা, দাবি ইডি-র

রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় আসতেই বিকানের জমি কেলেঙ্কারিতে ক্লিন চিট পেলেন বঢরা।   The post কালো টাকায় লন্ডনে বেনামি সম্পত্তি কিনেছেন রবার্ট বঢরা, দাবি ইডি-র appeared first on Sangbad Pratidin.
Posted: 09:41 AM Jan 07, 2019Updated: 09:41 AM Jan 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র নিশানায় সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা। দিল্লির এক আদালতে ইডি জানিয়েছে, লন্ডনে একটি ফ্ল্যাট রয়েছে রবার্টের। ওই ফ্ল্যাটের দাম ১৯ লক্ষ ইউরো যা ভারতীয় টাকায় ১৫ কোটি টাকারও বেশি। আদালতে ইডির দাবি, পাচার করা টাকায় ওই ফ্ল্যাট কেনা হয়েছিল। রবার্টের নাম না থাকলেও ওই ফ্ল্যাটের প্রকৃত মালিক তিনিই।

Advertisement

[ফের মেঘালয়ের কয়লাখনিতে দুর্ঘটনা, ধসে মৃত্যু ২ জনের]

সম্প্রতি রবার্টের ঘনিষ্ঠ দিল্লির ব্যবসায়ী মনোজ অরোরার বাড়িতে তল্লাশি চালায় ইডি। শনিবার ওই মামলার শুনানিতেই ইডির আইনজীবী লন্ডনে রবার্টের ওই ফ্ল্যাটের কথা জানান। ইডির আইনজীবী আদালতে জানান, সঞ্জয় ভাণ্ডারী নামে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রেতা লন্ডনে ব্রায়ানস্টোন এলাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন। ওই ফ্ল্যাট সঞ্জয় ১৯ লক্ষ ইউরোর বিনিময়ে রবার্টের সংস্থার হাতে তুলে দেন। তবে বিষয়টি সামনে আসতেই এদিন কংগ্রেসের বিরুদ্ধে আক্রণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি বলেন, “কংগ্রেস সভাপতি এবং বঢরাকে আমার অনুরোধ, তদন্তের স্বার্থে মনোজকে ইডির হাতে তুলে দেওয়া হোক।” সংসদের অধিবেশনে রাহুলের চোখ মারা নিয়ে ইরানি বলেন, “রাহুল সংসদের মর্যাদা মাথায় রাখেন না। আশা করব যে, উনি ভবিষ্যতে সংসদের মর্যাদা বজায় রাখবেন।” উল্লেখ্য, ডিএলএফ-সহ হরিয়ানা ও রাজস্থানে একাধিক জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত সোনিয়ার মেয়ের জামাই রবার্ট বঢরা। সম্প্রতি রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় আসার পর বঢরার বিরুদ্ধে বিকানের জমি কেলেঙ্কারি মামলা তুলে নেওয়া হয়।  

এদিকে দিল্লি হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করল অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ (এজেএল)। সিঙ্গল বেঞ্চ এজেএলকে ‘হেরাল্ড হাউস’-এর দপ্তর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। লিজের মেয়াদ শেষ হওয়ায় ২০১৮-র ১৫ নভেম্বরের মধ্যে ন্যাশনাল হেরাল্ডকে তার দপ্তর অন্যত্র সরিয়ে নেওয়ার কথা জানানো হয়।

[জানেন কেন প্রাণের ঝুঁকি নিয়েও সবরীমালায় পা রাখলেন বিন্দু ও কনক?]

The post কালো টাকায় লন্ডনে বেনামি সম্পত্তি কিনেছেন রবার্ট বঢরা, দাবি ইডি-র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার