shono
Advertisement

Breaking News

পদ্মশ্রী পেলেন বোপন্না, চিনাপ্পা, খেলার দুনিয়ার আর কারা ভূষিত পদ্ম সম্মানে?

বৃহস্পতিবার পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়েছে।
Posted: 11:54 AM Jan 26, 2024Updated: 11:54 AM Jan 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছেই নজির গড়েছিলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপন্না। সবচেয়ে বেশি বয়সে ডাবলসে বিশ্বের এক নম্বর হওয়ার রেকর্ড গড়েন তিনি। আর এবার কেন্দ্রের পদ্মশ্রী সম্মানে সম্মানিত হতে চলেছেন ৪৩ বছরের তারকা।

Advertisement

বৃহস্পতিবার পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়েছে। তবে শুধুই বোপন্না (Rohan Bopanna) নন, পদ্ম পুরস্কার পেলেন খেলার দুনিয়ার বেশ কয়েকজন তারকা। তালিকা রয়েছেন মহিলা স্কোয়াশ তারকা জ্যোৎস্না চিনাপ্পা। ১৪ বছর বয়সে কনিষ্ঠতম হিসবে জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি। তার থেকে তাঁর ঝুলিতে এসেছে ১৮টি খেতাব। তারই স্বীকৃতি মিলল এবার। এছাড়াও কোচ বিশ্বনাথ দেশপাণ্ডে, কোচ গৌরব খান্না, কোচ হরবিন্দর সিং, অ্যাথলিট সতেন্দ্র সিং লোহিয়া এবং প্রাক্তন ক্রীড়াবিদ ও কোচ পূর্ণিমা মাহাতো।

[আরও পড়ুন: ‘তৃণমূলের সঙ্গে বেইমানি আর কুৎসা করার পারিশ্রমিক’, মিঠুনের পদ্মভূষণ নিয়ে তোপ কুণালের]

প্রতি বছর মার্চ অথবা এপ্রিলে পদ্ম পুরস্কার তুলে দেওয়া হয় ঘোষিতদের হাতে। রাষ্ট্রপতি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকেই এই পুরস্কার নেন প্রাপকরা। স্বাভাবিক ভাবেই এহেন সম্মান পেয়ে আপ্লুত বোপন্না এবং চিনাপ্পা। তবে আপাতত বোপন্নার পাখির চোখ অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2024)।

ইতিমধ্যেই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। ম্যাথিউ এবডেনের সঙ্গে জুটি বেঁধে শনিবার ফাইনালের কোর্টে নামবেন তিনি। ইটালিয়ান জুটিকে পরাস্ত করতে পারলেই প্রথমবার অস্ট্রেলীয় ওপেন জয়ের স্বাদ পাবেন বোপন্না।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা বিচারপতি গঙ্গোপাধ্যায় ও সিনহার, প্রাথমিক ‘মামলা’ ডিভিশন বেঞ্চে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement