সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলবেন না রোহিত শর্মা! সদ্য বাবা হয়েছেন ভারত অধিনায়ক। তার পরেই শোনা যাচ্ছে, আরও কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। বোর্ডকেও জানিয়ে দিয়েছেন, এখনই পরিবারকে ছেড়ে অস্ট্রেলিয়া পাড়ি দেওয়া সম্ভব নয় তাঁর পক্ষে। অন্যদিকে, প্রথম টেস্টের আগে মহম্মদ শামিও অস্ট্রেলিয়ায় যাবেন না বলেই জানা গিয়েছে।
শুক্রবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন রোহিতপত্নী ঋতিকা সাজদে। রোহিতের অস্ট্রেলিয়া উড়ে যাওয়াটা নির্ভর করছিল, তাঁর সন্তান কবে পৃথিবীর আলো দেখছে সেটার উপর। শুক্রবার রাতে জুনিয়র হিটম্যানের জন্মের খবর পাওয়ার পরে ক্রিকেটমহলে জল্পনা শুরু হয়েছিল, পারথ টেস্টের আগেই অস্ট্রেলিয়ায় উড়ে যেতে পারেন ভারত অধিনায়ক। কিন্তু এমনটা ঘটার কোনও সম্ভাবনা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সূত্রের দাবি, টিম ম্যানেজমেন্ট ভেবেছিল রোহিত হয়তো পারথ টেস্টের আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবে। কিন্তু তিনি এখনও বেশ কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।
অন্যদিকে, রনজিতে কামব্যাক করেই শামির দুরন্ত পারফরম্যান্সের পর ভক্তদের একাংশের দাবি, তাঁকে এখনই অস্ট্রেলিয়ায় পাঠানো হোক। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টেই নামিয়ে দেওয়া হোক শামিকে। কিন্তু আপাতত সেটা সম্ভব হচ্ছে না। রনজির ম্যাচে ৪৪ ওভার অনায়াসে বল করলেও শামিকে অস্ট্রেলিয়ায় পাঠাতে আরও একটু সময় নিতে চান নির্বাচকরা। এর পর বাংলার টি-টোয়েন্টি ম্যাচ আছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। সেখানেও খেলতে পারেন শামি। তবে বর্ডার-গাভাসকর ট্রফিতে বঙ্গ পেসার খেলছেনই, একথা জোর দিয়ে বলাই যায়।
কিন্তু কবে অজিভূমে পৌঁছবেন রোহিত এবং শামি? অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে। অর্থাৎ প্রথম টেস্টের পর ন’দিনের ব্যবধান রয়েছে। শোনা যাচ্ছে, সেই সময়েই অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবেন ভারত অধিনায়ক। নেমে পড়বেন অ্যাডিলেডে দিনরাতের টেস্ট খেলতে। অন্যদিকে, সব ঠিক থাকলে সেই টেস্টের আগে শামির ভারতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শোনা যাচ্ছে, পারথ টেস্টে অভিষেক হতে পারে কেকেআর তারকা হর্ষিত রানার।