shono
Advertisement

মুম্বইয়ের নেটে নেমেই রোহিতের ব্যাটিং বিস্ফোরণ, দেখুন ভাইরাল ভিডিও

আইপিএলের আগে মারমুখী মেজাজে রোহিত শর্মা।
Posted: 12:08 PM Mar 19, 2024Updated: 12:08 PM Mar 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) সবার আগে মাঠে নেমে পড়েছিলেন। বিরাট কোহলির (Virat Kohli) আইপিএল অভিযানও শুরু হয়ে গিয়েছে। রোহিত শর্মা (Rohit Sharma) বাদ যান কীভাবে! এবার আইপিএলের (IPL 2024) আগে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দিয়ে নেটে ব্যাট হাতে নেমে পড়লেন টিম ইন্ডিয়া (Team India)। এবং নেটে ঢুকেই একেবারে পুরনো আগ্রাসী মেজাজে ব্যাটিং বিস্ফোরণ ঘটালেন হিটম্যান। সেই ভিডিও সোশাল মিডিয়াতে দাবানলের মতো ভাইরাল হয়ে গিয়েছে। এর আগে রোহিতের আগমনের ভিডিও সোশাল মিডিয়াতে পোস্ট করেছিল মুম্বই।

Advertisement

হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) অধিনায়ক হওয়ার পর এবার সিনিয়র ক্রিকেটার হিসেবেই খেলবেন রোহিত। যদিও এহেন রোহিতের নেতৃত্বে পাঁচবার ট্রফি জিতেছিল মুম্বই। ২০১৩, ২০১৫, ১০১৭, ২০১৯ সালের পর ২০২০ সালে অধিনায়ক হিসেবে হাতে ট্রফি তুলেছিলেন হিটম্যান। তবে হার্দিক গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) বিদায় জানিয়ে মুম্বইতে ফিরতেই, রোহিতের হাত দলের ব্যাটন কেড়ে নেওয়া হয়। সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে।

[আরও পড়ুন: চিরপ্রতিদ্বন্দ্বী দেশের আর্শাদকে নিয়ে চিন্তিত ‘সোনার ছেলে’ নীরজ! কিন্তু কেন?]

 

যদিও সাংবাদিক বৈঠকে এসে হার্দিক দাবি করেছিলেন, তাঁর ও রোহিতের মধ্যে কোনও সমস্যা হবে না। হার্দিক বলেছিলেন, “যে যাই বলুক, আমার মনে হয় না কোনও সমস্যা হবে। কারণ আমাকে সাহায্য করার জন্য রোহিত সবসময় এগিয়ে আসবেই। একইসঙ্গে রোহিত আবার ভারতীয় দলের অধিনায়ক। সেটা আমার এবং দলের জন্য অনেক গর্বের ব্যাপার। টিম ইন্ডিয়া ও মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হিসেবে রোহিতের অবদান সবাই জানে। এবার ওর পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব আমার।”

 

রোহিতের হাত থেকে ব্যাটন কেড়ে নেওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। যদিও হার্দিকের দাবি, “আমার নেতৃত্বে রোহিত খেললে কোনও বিশ্রী ব্যাপার ঘটবে না। বরং একটা সুন্দর অধ্যায়ের সূচনা হবে। রোহিতের অধিনায়কত্বে আমার কেরিয়ার শুরু। তাই আমাকে সাহায্য করতে রোহিত এগিয়ে আসবেই।”

২৪ মার্চ এবারের অভিযান শুরু করবে মুম্বই। তাও আবার গুজরাটের বিরুদ্ধে। যে দল হার্দিকের অধিনায়কত্বে প্রথমবার চ্যাম্পিয়ন ও গত মরশুমে রানার্স হয়েছে। এহেন গুজরাটের বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচে যে সেয়ানে সেয়ানে টক্কর হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: ‘আগের মতো ছন্দে ঋষভকে এবার পাওয়া কঠিন!’ দাবি গাভাসকরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement