shono
Advertisement

Breaking News

ভারতীয় দলে বিরাট ধাক্কা, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নেই রোহিত!

টেস্ট দলে ঢুকতে পারেন বাংলার দুই ক্রিকেটার।
Posted: 07:45 PM Dec 08, 2022Updated: 07:45 PM Dec 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। চোটের জন্য ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে আগেই বাদ পড়ে গিয়েছিলেন হিটম্যান। বৃহস্পতিবার জানা যায়, দুই টেস্টের সিরিজেও থাকবেন না তিনি। তাঁর পরিবর্তে দলে নেওয়া হতে পারে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে। বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া-এ দলের অধিনায়ক তিনি। রোহিতের বদলে টেস্ট সিরিজে অধিনায়কত্ব করবেন কে এল রাহুল।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই চলাকালীন আঙুলে চোট পান রোহিত। মহম্মদ সিরাজের ডেলিভারিতে বাংলাদেশি ওপেনার অনামুল হক স্লিপে ক্যাচ তোলেন। কিন্তু তা মিস করেন রোহিত। বলটি ধরার আগেই আঙুলে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁর আঙুলের স্ক্যান করানো হয়। প্রাথমিক ভাবে তাঁকে ব্যাট করতে নামানো হয়নি। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতা সামাল দিতে নবম উইকেটে তাঁকে নামতেই হয়। শেষ পর্যন্ত ঝোড়ো হাফ সেঞ্চুরি করলেও দলের হার বাঁচাতে পারেননি তিনি। ম্যাচের পরেই জানা যায়, রোহিত-সহ তিনজন খেলোয়াড় চোট পেয়ে ছিটকে গিয়েছেন।

[আরও পড়ুন: ২০০২-এর পর থেকে বারবার ইউরোপীয় শক্তির কাছেই হার ব্রাজিলের, এবার কী হবে?]

বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে রোহিতের চোট নিয়ে কিছু জানানো হয়নি। টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে কিনা, তাও জানা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, “ইন্ডিয়া এ-র হয়ে পরপর সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিমন্যু। সিলেটে এ দলের সিরিজ শেষ হওয়ার পরে ওকে ভারতীয় দলে ডেকে নেওয়া হতে পারে। মহম্মদ শামির জায়গায় দলে ঢুকতে পারেন বাংলার মুকেশ কুমার বা সাড়া জাগানো উমরান মালিক।

প্রসঙ্গত, ভারতীয় দলে চোট আঘাতের সমস্যা নিয়ে ক্ষুব্ধ ভারত অধিনায়ক। এনসিএতে গিয়েও ক্রিকেটারদের চোট পুরোপুরি সারছে না কেন, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রোহিত। তিনি বলেছেন, “এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা দরকার। এনসিএ কীভাবে কাজ করছে, সেদিকে নজর দিতে হবে। সেখান থেকে চোট সারিয়ে অর্ধেক ফিট হয়েই জাতীয় দলে খেলতে চলে আসছে ক্রিকেটাররা। অনেক বেশি খেলার ফলে ধকল পড়ছে ক্রিকেটারদের উপর।”

[আরও পড়ুন: ‘গোল করে নেইমাররা নাচলে আমার রাগই হবে’, বলছেন আইএসএল খেলে যাওয়া ক্রোয়েশিয়ান ফুটবলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement