সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) শুরুর আগে ট্রফি নিয়ে ফটোসেশন করেছিলেন দলের অধিনায়করা। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) সেখানে দেখা যায়নি। মুম্বই অধিনায়ককে ছাড়াই ছবি তোলেন বাকি নয় অধিনায়ক। পরে দলের তরফে জানানো হয়, অসুস্থতার কারণেই ফটোসেশনে যেতে পারেননি রোহিত। তারপরেই জল্পনা শুরু হয়, ২ এপ্রিল টুর্নামেন্টের (IPL 2023) প্রথম ম্যাচে কি খেলতে পারবেন না মুম্বই অধিনায়ক?
শুক্রবার শুরু হচ্ছে আইপিএলের (IPL 16) ১৬তম সংস্করণ। তার আগে বৃহস্পতিবার সমস্ত দলের অধিনায়করা টুর্নামেন্টের ট্রফির সঙ্গে ছবি তোলেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নয় দলের অধিনায়ক থাকলেও ছিলেন না রোহিত শর্মা। অধিনায়কদের ছবি প্রকাশিত হওয়ার পরেই নেটিজেনদের রোষের মুখে পড়েন হিটম্যান। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কেন নেই তিনি, সেই প্রশ্ন তোলেন ক্রিকেটপ্রেমীরা। অনেকে আবার দাবি করেন, হয়তো আহমেদাবাদে ছবি তোলার কথা ভুলেই গিয়েছেন রোহিত।
[আরও পড়ুন: ৩৬৯ কোটি টাকায় কিনেছেন ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাট, কে এই জেপি তাপারিয়া?]
তবে মুম্বই দলের সূত্র মারফত জানা গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন দলের অধিনায়ক। তাঁর শরীর এতটাই খারাপ, যে আহমেদাবাদ পর্যন্ত বিমানযাত্রার ধকল নিতে পারবেন না। তবে সরকারিভাবে মুম্বইয়ের তরফে রোহিতের অসুস্থতা নিয়ে কিছু জানানো হয়নি। ঠিক কী সমস্যায় ভুগছেন হিটম্যান, তাও জানা যায়নি। তারপরেই প্রশ্ন ওঠে, তাহলে কি দলের প্রথম ম্যাচে খেলতে পারবেন রোহিত?
আগামী ২ এপ্রিল আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই। বিপক্ষের ঘরের মাঠে অবশ্য অধিনায়কের খেলা নিয়ে কোনও সমস্যা নেই বলেই দাবি মুম্বই সূত্রের। আরসিবির বিরুদ্ধেও খেলবেন হিটম্যান, এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, আইপিএল শুরুর আগেই রোহিত জানিয়েছিলেন, ওয়ার্কলোড কমানোর জন্য বেশ কয়েকটি ম্যাচে নামবেন না তিনি। বিশ্রাম নেবেন। কোন কোন ম্যাচে রোহিত বিশ্রাম নেবেন, তা স্থির করবেন হিটম্যান স্বয়ং।