সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন রাজকোটে কুকদের গড়া রানের পাহাড় তাড়া করছেন বিরাট কোহলিরা, তখন সুদূর লন্ডনে অস্ত্রোপচার চলছিল আরেক ভারতীয় ব্যাটসম্যানের৷ রোহিত শর্মা৷ গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ওয়ানডে ম্যাচে ডান পায়ের উরুতে গুরুতর চোট পেয়েছিলেন৷ যে কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে ছাড়াই টেস্ট দল বাছতে হয়েছিল ভারতীয় নির্বাচকদের৷ শনিবার বিসিসিআই-এর তরফে জানিয়ে দেওয়া হল, রোহিতের অস্ত্রোপচার সফল হয়েছে৷
এদিন বোর্ডের মেডিক্যাল টিম জানিয়েছে, শুক্রবার লন্ডনের হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে রোহিতের৷ ২৪ ঘণ্টা পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে৷ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাইশ গজে ফিরবেন বলে আশা করা হচ্ছে৷
সফল অস্ত্রোপচারের পর নিজের ছবি টুইটারে পোস্টও করেন ভারতীয় ব্যাটসম্যান৷ সঙ্গে লেখেন, “সব ঠিকঠাক ছিল৷ আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ৷ দলে ফেরার জন্য মুখিয়ে রয়েছি৷”
বোর্ডের তরফে আগেই বলে দেওয়া হয়েছিল, সম্পূর্ণ সুস্থ হয়ে দলে যোগ দিতে রোহিতের অন্তত ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে৷ অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু টেস্টই নয়, ওয়ানডে এবং টি-টোয়েন্টির দলেও থাকতে পারবেন না তিনি৷ এমনকী, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর টেস্টেও তাঁর দলে থাকা অনিশ্চিত৷
The post লন্ডনে সফল অস্ত্রোপচার রোহিত শর্মার appeared first on Sangbad Pratidin.