সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে বিশ্বকাপ (ICC Cricket World Cup)। তার আগে মাত্র একটি ওয়ানডে ম্যাচ বাকি। টিম ম্যানেজমেন্ট ধরেই নিয়েছিল অজিদের বিরুদ্ধে শেষ ম্যাচে নিজেদের সেরা একাদশ খেলিয়ে একবার গোটা টিমটা ঝালিয়ে নেওয়া হবে। কিন্তু সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা যা বললেন, তাতে ভারতীয় ক্রিকেট ভক্তদের হৃদস্পন্দন বেড়ে যেতে পারে।
বুধবার অজিদের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে নামছে ভারত। এর পরই টিম (Team India) চলে যাবে বিশ্বকাপ মুডে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগে পাবে টিম ইন্ডিয়া। তাই বুধবারই শেষ সুযোগ পরীক্ষানিরীক্ষার। অথচ সেই ম্যাচে ভারত অধিনায়ক পাচ্ছেন পাত্র ১৩ জন ক্রিকেটার। তার চেয়েও উদ্বেগের বিষয়, ভারতীয় দলের একাধিক তারকা নাকি অসুস্থ।
[আরও পড়ুন: পিঠে PFI লেখার অভিযোগ ভুয়ো, গুজব ছড়ানোয় কেরলের সেনাকর্মীকেই গ্রেপ্তার পুলিশের]
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রোহিত (Rohit Sharma) জানান,”আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার হয় অসুস্থ, নাহয় এই ম্যাচে খেলার মতো জায়গায় নেই। কয়েকজন ফুটবলার আছে যারা ব্যক্তিগত সমস্যায় বাড়ি ফিরে গিয়েছে। আবার আমরা কয়েকজনকে বিশ্রামও দিয়েছি। তাই এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে মাত্র ১৩ জন ক্রিকেটার।”
[আরও পড়ুন: যোগীরাজ্যে লাফিয়ে বাড়ছে লাভ জেহাদ, জমি জেহাদ! আশঙ্কা প্রকাশ আরএসএসের বৈঠকে]
রোহিত জানিয়েছেন, গিলের (Subhman Gill) সামান্য শরীর খারাপ। তাই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। হার্দিক, শামি এবং শার্দূল ঠাকুর ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে গিয়েছেন। আর অক্ষর এই ম্যাচটার জন্য ফিট নয়। এর পরই ভারত অধিনায়কের মুখে আশঙ্কার কথা,”দলের মধ্যে অনেকেই ভাইরাল জ্বরে আক্রান্ত। তাই অনেক কিছুই এই মুহূর্তে অনিশ্চিত। সামনে লম্বা টুর্নামেন্ট। তাই ক্রিকেটারদের স্বাস্থ্যের প্রতি নজর রাখা দরকার।” বিশ্বকাপ শুরু হতে আর ১০দিনও বাকি নেই। অথচ ভারত অধিনায়ক বলছেন, দলে অনেকেই অসুস্থ! এই খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের চিন্তায় তো রাখবেই।