সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদিতে ফের হতাশাই সঙ্গী হল রোনাল্ডোর (Cristiano Ronaldo) ক্লাব আল নাসরের (Al Nassr)। লিগ চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল আল হিলাল (Al Hilal)। শনিবার আল হাজমকে হারিয়ে সৌদি প্রো লিগের (Saudi Pro League) সেরা ক্লাব হল নেইমারের (Neymar) ক্লাব। গত পাঁচ বছরে চতুর্থবার লিগ চ্যাম্পিয়ন হল আল হিলাল।
২০২৩-র শুরুতে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। লক্ষ্য ছিল সৌদির সেরা ক্লাব হয়ে ওঠা। কিন্তু এবারও অপূর্ণ থাকল পর্তুগিজ মহাতারকার স্বপ্ন। লিগে গোলস্কোরারের তালিকায় তিনি সবার উপরে থাকলেও তাঁর ক্লাব রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে লিগ টেবিলের শেষে থাকা আল হাজমকে ৪-১ গোলে হারায় নেইমারের ক্লাব। জোড়া গোল করেন মিত্রোভিচ। এই জয়ের ফলে ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৮৯। যেখানে সমসংখ্যক ম্যাচে আল নাসেরের পয়েন্ট ৭৭। বাকি তিন ম্যাচ জিতলেও নেইমারদের ছুঁতে পারবে না তারা।
[আরও পড়ুন: উঠে যাচ্ছে টস! ঘরোয়া ক্রিকেটে বড় বদলের পথে জয় শাহদের বোর্ড, দুভাগে হবে রনজি]
যদিও চোটের জন্য গত বছরের অক্টোবর থেকে খেলতে পারছেন না ব্রাজিলীয় ফরওয়ার্ড। এএফসি চ্যাম্পিয়ন লিগে মুম্বই সিটির বিরুদ্ধে ম্যাচেও ছিলেন না তিনি। কিন্তু তাঁর অভাব ঢেকে দিয়েছেন সতীর্থরা। ২৬ গোল করেছেন মিত্রোভিচ। যদিও সৌদি প্রো লিগে ৩৩ গোল করা রোনাল্ডোর থেকে পিছিয়ে আছেন তিনি। তাতেও তিন ম্যাচ বাকি থাকতেই সৌদির সেরা ক্লাব হল আল হিলাল। এই নিয়ে মোট ১৯ বার লিগ চ্যাম্পিয়ন হল তারা।
উল্লেখ্য, রোনাল্ডো আল নাসরে সই করার পর একঝাঁক ইউরোপীয় তারকা এসেছেন সৌদিতে। নেইমার, বেঞ্জেমা, মানে, মাহরেজ, ফিরমিনোদের অন্তর্ভুক্তিতে আরও কঠিন হয়েছে লিগের লড়াই। যদিও শোনা যাচ্ছে, ইউরো কাপের পরেই ইউরোপের ক্লাবে ফিরতে পারেন রোনাল্ডো। সেক্ষেত্রে সৌদি প্রো লিগ অধরাই থেকে যাবে ৩৯ বছর বয়সি মহাতারকার কাছে। আপাতত সৌদির কিংস কাপের ফাইনালে আল হিলালকে হারিয়ে প্রতিশোধ নিতে পারেন রোনাল্ডোরা।