সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে হোক বা মাঠের বাইরে, কোনও না কোনও কারণে খবরের শিরোনামে উঠে আসেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ নতুন বান্ধবীর সঙ্গে ক্যামেরা বন্দি হলেন সিআর সেভেন৷ খবর অবশ্য সেটা নয়৷ ঘুরতে গিয়ে হেনস্তার শিকার হতে হল পর্তুগিজ স্ট্রাইকারকে৷ তাও আবার নিজের জন্মস্থানে৷
রিয়াল মাদ্রিদের অনুশীলন থেকে কয়েকদিন জন্য বিশ্রাম পেয়েছিলেন৷ তাই বান্ধবী জর্জিনা রডরিগেজকে সঙ্গে নিয়ে মেদেইরাতে ঘুরতে গিয়েছিলেন তিনি৷ কিন্তু সেখানে যে তাঁর জন্য এমন ঘটনা অপেক্ষা করে ছিল, তা তিনি ভাবতেও পারেননি৷ মেদেইরার কাছে ফুনচালে নিজের হোটেল CR7-এই ছিলেন রোনাল্ডো ও জর্জিনা৷ সেখানে তাঁর সঙ্গে সেলফি তুলতে ভিড় জমান প্রচুর অনুরাগী৷ হোটেলের সামনে এত ভিড় হয়তো প্রত্যাশা করেননি কেউই৷ ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের৷ সেই সময়ই ধাক্কাধাক্কিতে পড়তে হয় তাঁদের৷ তারই মধ্যে ছেলের সঙ্গে দেখা করতে আসেন রোনাল্ডোর মা ডেলোরেস৷ কোনওমতে গাড়ি পার্ক করে নেমে আসেন তিনি৷ তবে তাতে বিপত্তি বেড়েছে বই কমেনি৷ কারণ রিয়াল তারকার মা যেখানে গাড়িটি পার্ক করেছিলেন, সেটি ছিল নো পার্কিং জোন৷ তারকা ফুটবলারের মা হওয়া সত্ত্বেও পুলিশ নিজেদের কাজ করেছে৷ ডেলোরেসকে এর জন্য ফাইন করে পুলিশ৷ সব মিলিয়ে ঘুরতে গিয়ে রোনাল্ডোর ফুরফুরে মেজাজ অনেকটাই বিরক্তিকর হয়ে গেল৷
The post অনুগামীদের কাছে হেনস্তার শিকার রোনাল্ডো ও তাঁর বান্ধবী appeared first on Sangbad Pratidin.