অর্ণব আইচ: মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ৷ বৃহস্পতিবার রাতে গলফ গার্ডেন রোডে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের পাঁচিলে ধাক্কা মারে সে৷ আকাশের গাড়ির সামনের অংশটি প্রায় পুরোপুরি ভেঙে গিয়েছে৷ যাদবপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ আজই আলিপুর আদালতে তোলা হবে ধৃতকে৷
[আরও পড়ুন: কেন্দ্রের কাশ্মীর পদক্ষেপের ভূয়সী প্রশংসা, বিজেপি যোগের জল্পনা বাড়ালেন সব্যসাচী]
বৃহস্পতিবার রাত নটা নাগাদ গলফ গার্ডেন রোড দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বিজেপি সাংসদের ছেলে আকাশ মুখোপাধ্যায়৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় ওই রাস্তাতেই বেশ কয়েকটি শিশু খেলা করছিল৷ অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল আকাশ৷ সজোরে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের পাঁচিলে ধাক্কা মারেন তিনি৷ গাড়ির সামনের অংশ প্রায় পুরোটাই ভেঙে গিয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতেই গাড়ি চালানো অভ্যাস আকাশের৷ একদিন নয়, এভাবে প্রতিদিনই এলাকায় গাড়ি নিয়ে দাপিয়ে বেড়ান তিনি৷ দুর্ঘটনায় কারও প্রাণহানির সম্ভাবনার কথা বললে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে আকাশ স্থানীয়দের ধমক দিতেন বলেও অভিযোগ৷
দুর্ঘটনার খবর পেয়ে যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে৷ আকাশকে গ্রেপ্তার করা হয়েছে৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে পুলিশ৷ আজই আলিপুর আদালতে তোলা হবে রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলেকে৷ তাঁর আইনজীবী ধ্রুব মুখোপাধ্যায় জামিনের আবেদন করবেন বলেই জানান৷ তিনি বলেন, ‘‘শারীরিক পরীক্ষায় আকাশ মদ্যপ ছিলেন সেই প্রমাণ পাওয়া যায়নি৷ গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে তা বুঝতে পেরেছিলেন আকাশ৷ তাই গাড়ি থামাতেই বাধ্য হয়ে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের পাঁচিলে গিয়ে ধাক্কা মারেন তিনি৷ এই ঘটনায় অন্য কারও কোনও ক্ষতি হয়নি৷ বরং জখম হয়েছেন আকাশ নিজেই৷’’
[আরও পড়ুন: ডিজে বাজানোয় তেরঙ্গা যাত্রায় ‘বাধা’ পুলিশের, স্বাধীনতা দিবসে উত্তেজনা তপসিয়ায়]
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাতেই টুইট করেন রাজ্যসভার বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷ ঘটনায় যাতে রাজনীতির রং না লাগে, পুলিশকে সেই ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি৷
The post মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে পাঁচিলে ধাক্কা, গ্রেপ্তার রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে appeared first on Sangbad Pratidin.