shono
Advertisement

‘ফেলনা’সিরিয়াল নিয়ে ছড়াচ্ছে ভুয়ো খবর, প্রতিবাদে সোচ্চার অভিনেত্রী রোশনি

ক্ষোভ প্রকাশ করে কী বললেন অভিনেত্রী?
Posted: 02:15 PM Jul 09, 2021Updated: 02:15 PM Jul 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পালটে যাচ্ছে ‘ফেলনা’ (Falna Serial) সিরিয়ালের সম্প্রচারের সময়। এমনই গুজব ছড়িয়েছিল নেটদুনিয়ায়। তারই প্রতিবাদে সোচ্চার হলেন ধারাবাহিকের অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharyya)। ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে লাইভ করে তিনি জানিয়ে দিলেন, সিরিয়ালের সময় মোটেও পালটাচ্ছে না। তা যথা সময়েই দেখতে পাবেন দর্শকরা।

Advertisement

মাত্র ২ মিনিট ১৬ সেকেন্ডের জন্য লাইভে এসেছিলেন রোশনি। সেখানেই জানান, একটি পেজ থেকে এমন ভুয়ো খবর জানানো হয়েছিল। তাঁদের নামে রিপোর্টও করেছেন অভিনেত্রী। এমন পোস্টের কারণও জানতে চেয়েছিলেন। উত্তরে তাঁকে জানানো হয়েছে, কোথাও একটি প্রোমো দেখে পোস্টদাতার এমন মনে হয়েছিল। কিন্তু তা সত্যি নয় বলেই জানান রোশনি। পাশাপাশি এও জানিয়ে দেন সিরিয়ালের সময় যদি পালটানো হয়, তিনি নিজে এবং বাকি অভিনেতা-অভিনেত্রী কিংবা চ্যানেল কর্তৃপক্ষ সেকথা সোশ্যাল মিডিয়ায় ঘটা করে জানিয়ে দেবে। অযথা ভুয়ো খবরে কান না দেওয়ার পরামর্শ দেন রোশনি।

[আরও পড়ুন: ‘Being Human’ নিয়ে বিপাকে সলমন, প্রতারণার অভিযোগে অভিনেতাকে তলব পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement