shono
Advertisement

সুযোগ দেয়নি পাকিস্তান, ব্যাংককে ভারতের দলের হয়ে খেললেন কানেরিয়া

দানিশের খেলা নিয়ে তীব্র আপত্তি পাকিস্তানের দলগুলির। The post সুযোগ দেয়নি পাকিস্তান, ব্যাংককে ভারতের দলের হয়ে খেললেন কানেরিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 02:08 PM Feb 02, 2020Updated: 05:17 PM Feb 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়া। ব্যাংককের একটি টুর্নামেন্টে পাকিস্তানের কোনও দলে সুযোগ না পাওয়ায়, এক ভারতীয় ফ্র্যাঞ্চাইজিতে খেললেন দানিশ। আর তাতে বেজায় ক্ষেপেছে পাকিস্তানের ক্রিকেট মহল।

Advertisement


দিন কয়েক আগেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে শিরোনামে আসনে দানিশ (Danish Kaneria)। শোয়েব আখতারের (Shoaib Akhtar) একটি বক্তব্যকে হাতিয়ার করে তিনি দাবি করেন, হিন্দু হওয়ায় তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছিল। এমনকী, খাবার টেবিলেও তাঁর সঙ্গে বসে কেউ খাবার খেতে চাইত না। কানেরিয়ার এই অভিযোগে পাক ক্রিকেটে রীতিমতো হুলুস্থুল পড়ে যায়। দানিশের সেই অভিযোগে অবশ্য আমল দেয়নি পিসিবি। কানেরিয়ার সমসাময়িক ক্রিকেটাররাও তাঁর অভিযোগ খারিজ করেছেন। তারপর থেকেই পাকিস্তান ক্রিকেটে একপ্রকার ব্রাত্য হিন্দু ধর্মে বিশ্বাসী দানিশ।

[আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে বিশ্বরেকর্ডের লক্ষ্যে ভারত, দলে একাধিক পরিবর্তনের ভাবনা]

ব্যাংককে যে টুর্নামেন্টটির কথা হচ্ছে তাতে পাকিস্তান ক্রিকেটের অনেক শীর্ষ তারকাই অংশ নিয়েছেন। উমর আমিন, মীর হামজা, আনোয়ার আলি, হুসেন তালাতরা এই টুর্নামেন্টে খেলেছেন।পাকিস্তানের দুটি দল এবং ভারতের একটি ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টটিতে অংশ নেয়। এবারের টুর্নামেন্টে অংশ নেন দানিশ কানেরিয়াও। তাঁর খেলার ব্যপারটি প্রকাশ্যে আসতেই আপত্তি জানায় পাকিস্তানের দলগুলি। পাকিস্তানের কোনও ফ্র্যাঞ্চাইজি কানেরিয়াকে দলে নিতে চায়নি। শেষপর্যন্ত তাঁকে দলে নেয় ভারতের একটি ফ্র্যাঞ্চাইজি। পাকিস্তানিদের আপত্তি সত্ত্বেও পুরো টুর্নামেন্টেই কানেরিয়াকে খেলায় ওই দলটি। যা নিয়ে চরম অসন্তুষ্ট পাক ক্রিকেট মহল।

[আরও পড়ুন: ঘোষিত উপদেষ্টা কমিটির তিন সদস্যের নাম, মদন লাল ছাড়াও রয়েছেন এই দুই তারকা]

পাক ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র দানিশ কানেরিয়া। তাঁর বিরুদ্ধে রয়েছে ফিক্সিংয়ের অভিযোগ। ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত তিনি। ২০১২ সালে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দানিশকে আজীবন নির্বাসিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তারপর থেকে আইসিসি স্বীকৃত কোনও টুর্নামেন্টে খেলতে পারেন না তিনি। ব্যাংককের এই টুর্নামেন্টটই অবশ্য আইসিসির স্বীকৃত নয়।

The post সুযোগ দেয়নি পাকিস্তান, ব্যাংককে ভারতের দলের হয়ে খেললেন কানেরিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement