shono
Advertisement

Breaking News

উর্দি পরে হিন্দি গানের তালে নাচ মহিলা পুলিশকর্মীদের, ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও ঘিরেই উঠেছে সমালোচনার ঝড়৷ The post উর্দি পরে হিন্দি গানের তালে নাচ মহিলা পুলিশকর্মীদের, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 12:55 PM Apr 03, 2019Updated: 12:55 PM Apr 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেজে বেশ জোরে জোরে চলছে স্বপ্না চৌধুরির গান৷ তার সঙ্গে কোমর দোলাচ্ছেন বেশ কয়েকজন মহিলা৷ আপাতদৃষ্টিতে এ দৃশ্য নিয়ে আপত্তি তোলার মতো কিছু নেই৷ তবে মহিলাদের পোশাক নিয়েই মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ ভাবছেন নিশ্চয়ই আপত্তিকর পোশাকে নাচছিলেন মহিলারা৷ মোটেও না, ওই মহিলাদের পরনে ছিল পুলিশের উর্দি৷ সেই ভিডিও ভাইরাল হতে না হতেই পুলিশকর্মীদের উর্দির প্রতি কোনও সম্মান নেই এই অভিযোগেই উঠেছে সমালোচনার ঝড়৷

Advertisement

[ আরও পড়ুন: চায়ের কাপে ‘ম্যায় ভি চৌকিদার’, রেলকে শোকজ নির্বাচন কমিশনের]

নাচের আসরটি বসেছিল ৩০ মার্চ৷ ওইদিনই দিল্লির দক্ষিণ-পশ্চিম ডিস্ট্রিক্ট পুলিশের অল উইমেন সম্পর্ক সভার উদ্যোগে আয়োজন করা হয় সুনো সহেলি অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মহিলা পুলিশ কর্মী ও আধিকারিকরা। অনুষ্ঠানে প্রায় হঠাৎই বেজে ওঠে স্বপ্না চৌধুরির বিখ্যাত গান ‘তেরি আঁখে কা ও কাজল’।

[ আরও পড়ুন: আরএসএসকে অপমান! রাহুল গান্ধীর কাছে ১ টাকা জরিমানা চাইল সংঘ]

আর এই গান শুরু হতেই কোমর দোলাতে শুরু করেন তিন-চার জন মহিলা পুলিশকর্মী৷ তাঁদের দেখে আরও কয়েকজন মঞ্চে উঠে নাচতে শুরু করেন৷ এখানেই শেষ নয়৷ নাচতে নাচতে এক পুলিশকর্মী মঞ্চে হাত ধরে টেনে নিয়ে যান এক আইপিএসকে৷ মঞ্চে উঠে নাচতে শুরু করেন আইপিএস মেরি জাইকেরও৷ নাচের সময় প্রত্যেকেই পুলিশের পোশাক পরেছিলেন৷

এই নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়৷ বলা চলে প্রায় বিদ্যুতের গতিতেই তা ভাইরালও হয়ে যায়৷ আর তারপর থেকে ওই ভিডিও নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়৷ পুলিশের পোশাকে মঞ্চে উঠে নাচকে ভাল চোখে দেখছেন না অনেকেই৷ মহিলা পুলিশকর্মীরা ঊর্দির সম্মান রাখতে পারেননি বলেও টুইট করেছেন কেউ কেউ৷

নেটিজেনদের একাংশ যদিও পুলিশকর্মীদের প্রাণোচ্ছ্বলতার প্রশংসা করেছেন৷ তাঁদের দাবি, সারদিন চোর-ডাকাত নিয়ে সময় কাটে পুলিশকর্মীদের৷ সুযোগ পেয়ে না হয় একটু কোমর দুলিয়েছেন৷ তা নিয়ে এত সমালোচনার কি আছে?

তবে নেটিজেনরা যে যাই বলুন না কেন, এ বিষয়ে দিল্লি পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ 

The post উর্দি পরে হিন্দি গানের তালে নাচ মহিলা পুলিশকর্মীদের, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement