shono
Advertisement

ভারতে আত্মপ্রকাশ রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামি মডেলের, জানুন তাক লাগানো ফিচার

ফেব্রুয়ারি থেকেই ডেলিভারি শুরু হয়ে যাবে ৬৫০ সিসির এই মডেলের।
Posted: 03:59 PM Jan 17, 2023Updated: 03:59 PM Jan 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বাজারে আবির্ভাব ঘটল রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) নয়া মডেলের। ৬৫০ সিসি রয়্যাল এনফিল্ড সুপার মেটিওরের মূল্যই শুরু হচ্ছে ৩ লক্ষ ৪৯ হাজার টাকা থেকে। এটাই এখনও পর্যন্ত সবচেয়ে দামি রয়্যাল এনফিল্ড। এবং এত বেশি ফিচারও আর কোনও মডেলের নেই। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে এই বাইকের। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকেই ডেলিভারি শুরু হয়ে যাবে।

Advertisement

২০২২ সালের নভেম্বরে ‘রাইডার ম্যানিয়া’য় ক্রজার ভারতে আত্মপ্রকাশ করেছিল। তখন দেখা মিলেছিল এই মডেলটির। কিন্তু এবার বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের এই মডেল। জানা যাচ্ছে, মোটামুটি তিন রকমের দামে ৬৫০ সিসির রয়্যাল এনফিল্ড সুপার মেটিওর পাওয়া যাচ্ছে। এই তিন ভ্যারিয়্যান্টের নাম অ্যাস্ট্রাল, ইন্টারস্টেলার ও সেলেস্ট্রিয়াল। প্রথমটির দাম ৩.৪৯ লক্ষ টাকা। পরের দু’টির দাম যথাক্রমে ৩.৬৫ লক্ষ ও ৩.৭৯ লক্ষ টাকা। এই নতুন মডেল দেখতে অনেকটাই ছোট আকারের ক্রুজারের মতো। তবে জ্বালানি ট্যাঙ্কের উপরে যে নকশা তা একেবারেই অভিনব। তাছাড়া এই প্রথম কাস্ট-অ্যালুমিনিয়াম সুইচ কাবস থাকছে রয়্যাল এনফিল্ডের কোনও মডেলে।

[আরও পড়ুন: মোদির পরে রাহুল, ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতার নিরাপত্তা বলয় ভেঙে ঢুকল যুবক]

৬৪৮ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন, ডাবল ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার, টর্ক ৫২ এনএম, উৎপাদিত পাওয়ার ৪৭ পিএস, গিয়ারবক্স ৫ স্পিড ম্যানুয়াল। সংক্ষেপে এটাই ৬৫০ সিসি রয়্যাল এনফিল্ড মেটিওরের মূল বৈশিষ্ট্য। এটাই ৬৫০ টুইন প্ল্যাটফর্মের তৃতীয় মডেল। এর ফুয়েল ট্যাঙ্কের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১৫.৭ লিটার।

স্বাভাবিক ভাবেই এই নয়া মডেল ঘিরে প্রবল উৎসাহী বাইকপ্রেমীরা। গত নভেম্বরেই আত্মপ্রকাশ করেছিল এই বাইক। তখন থেকেই শুরু হয়েছিল অপেক্ষা। অবশেষে ভারতের বাজারে বিক্রি শুরু হতেই উৎসাহ তুঙ্গে। দীর্ঘ রাস্তা পাড়ি দিতে এই ধরনের বাইকের জুড়ি নেই। উন্নতমানের চাকা, ইঞ্জিন ও ব্রেকিং সিস্টেম এবং ঝাঁ চকচকে লুক- বাইকপ্রেমীদের শয়নে স্বপনে জাগরণে সত্য়িই আলোড়ন তুলেছে রয়্যাল এনফিল্ডের নয়া মডেলটি।

[আরও পড়ুন: কাশ্মীরে সন্ত্রাস দমনে বিরাট সাফল্য নিরাপত্তা বাহিনীর, খতম দুই লস্কর জঙ্গি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement