shono
Advertisement

ব্য়াগে ১৩ কিলো রুপো, ৩০ লক্ষ টাকা, হাওড়া স্টেশনে পাকড়াও পাচারকারী

ব্যাগের ওজন দেখে সন্দেহ হয় আরপিএফের।
Posted: 09:11 PM Sep 09, 2023Updated: 09:13 PM Sep 09, 2023

সুব্রত বিশ্বাস: ফের হাওড়া স্টেশনে রুপো ও নগদ পাচারের ছক। তবে আরপিএফের তৎপরতায় ধরা পড়ল পাচারকারী। উদ্ধার হল ১৩ কিলো রুপোর বাট ও নগদ ৩০ লক্ষ ১৫ হাজার টাকা। স্বাভাবিকভাবে শনিবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

আরপিএফের সিআইবি সূত্রে খবর, ধানবাদ থেকে কলকাতা আসছিলেন ওই যাত্রী। সঙ্গে ছিল মূল‌্যবান সম্পদ ও মোটা অঙ্কের টাকা ছিল। কিন্তু কোথা থেকে কী উদ্দেশে তা আনা হচ্ছে তার কোনও তথ‌্যগত প্রমাণ ছিল না। ফলে আরপিএফ তা আটক করে। জানা গিয়েছে, আটক রুপোর দাম সাড়ে ৯ লক্ষ টাকা।

[আরও পড়ুন: পুজোর আগে যেন কাজ না যায়! অবৈধ বাজি কারখানার শ্রমিকদের ‘লাইসেন্স’ রাজ্যের]

ধৃতের নাম বৃন্দাবন দে। ঝাড়খণ্ডের ঝরিয়া পোদ্দার পাড়ার বাসিন্দা। শনিবার সকাল পৌনে ১১টা নাগাদ হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল‌্যাটফর্মে কোলফিল্ড এক্সপ্রেস থেকে নামেন তিনি। বৃন্দাবন ওই ট্রেন থেকে নামার পরই তাঁর ভারী ব‌্যাগটি দেখে সন্দেহ হয় আরপিএফের। ৮ নম্বর প্ল‌্যাটফর্মের সামনে আসার পরই ব‌্যাগটি পরীক্ষা করে পিছু নেয় আরপিএফের সিআইবি টিম। ব‌্যাগের মধ্যে ১৩ কিলো রুপোর বাট ও নগদ ৩০ লক্ষ টাকা ছিল। এরপরেই তাঁকে আটক করে তদন্তকারীরা।

[আরও পড়ুন: পরীক্ষা ব্যবস্থায় একাধিক বদল, গ্রামে শিক্ষকতায় জোর, প্রকাশিত রাজ্যের শিক্ষানীতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement