shono
Advertisement

Breaking News

সাংবাদিকের মুখে মূত্রত্যাগ রেল পুলিশের! ভাইরাল উত্তরপ্রদেশের ঘটনার ভিডিও

ট্রেন বেলাইন হওয়ার খবর করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিক৷ The post সাংবাদিকের মুখে মূত্রত্যাগ রেল পুলিশের! ভাইরাল উত্তরপ্রদেশের ঘটনার ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 04:38 PM Jun 12, 2019Updated: 04:38 PM Jun 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস্তব ঘটনা বুঝতে গেলে কতই না বিপদের মুখে পড়তে হয় সাংবাদিকদের৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় প্রশান্ত কানোজিয়াকে গ্রেপ্তারের ঘটনা ইতিমধ্যেই যথেষ্ট তোলপাড়া ফেলেছে৷ এবার উত্তরপ্রদেশেরই আরেক জায়গা থেকে উঠে এল সাংবাদিক নিগ্রহের ছবি৷

Advertisement

[আরও পড়ুন: রাহুলের বদলি দু’জন অন্তর্বর্তী সভাপতি, জল্পনা তুঙ্গে কংগ্রেসের অন্দরে]

এক টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অমিত শর্মা৷ শামলিতে তিনি গিয়েছিলেন ট্রেন বেলাইন হওয়ার খবর করতে৷ আর সেই সংবাদ সংগ্রহে গিয়েই তাঁকে প্রবল হেনস্তার মুখে পড়তে হয়৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওয় দেখা গিয়েছে, রেল পুলিশ তাঁর উপর যথেচ্ছ নির্যাতন চালাচ্ছে৷ মারধর, সারারাত ঘরে বন্ধ করে রাখার পাশাপাশি আরও ভয়ংকর একটি অভিযোগ উঠল রেল পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে৷ ওই আধিকারিক সাংবাদিকের মুখের উপর মূত্রত্যাগ করেছেন৷

অমিত শর্মা অভিযোগ করে বলেছেন, ‘ওরা সব সাদা পোশাকে ছিল৷ আমার ক্যামেরাটি মাটিতে পড়ে গিয়েছিল৷ আমি তা তুলতে গেলেই আমার উপর অত্যাচার শুরু করে৷ জামাকাপড় খুলে দেওয়া হয়৷ আমার মুখে মূত্রত্যাগ করে৷’ অমিতের মোবাইল ফোন, ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন বলে অভিযোগ তাঁর৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কয়েকজন সাংবাদিক৷ তাঁরাই অমিতের সঙ্গে দুর্ব্যবহারের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন এবং পুলিশের দ্বারস্থ হন৷ পুলিশের হস্তক্ষেপে শেষপর্যন্ত আজ সকালে অমিত শর্মা ছাড়া পান৷ ঘটনার জেরে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে৷  

[আরও পড়ুন: উদ্ধারকাজে বাদ সাধছে প্রকৃতি, এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষ পেতে নামবে ‘গড়ুর’ ]

এর আগেও বহুবার সাংবাদিক নিগ্রহের ঘটনায় উত্তপ্ত হয়েছে উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে৷ বারবার প্রশাসনিক চাপ তৈরি করে সত্য খবর পরিবেশনে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে৷ সম্প্রতি প্রশান্ত কানোজিয়া এবং অমিত শর্মার ঘটনাও এমনই একটি উদাহরণ৷  

The post সাংবাদিকের মুখে মূত্রত্যাগ রেল পুলিশের! ভাইরাল উত্তরপ্রদেশের ঘটনার ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement