shono
Advertisement

দিল্লিতে তৃণমূলের শক্তিবৃদ্ধি, দলে যোগ দিলেন RTI-কর্মী Saket Gokhle

সাকেতের যোগদানে দিল্লির রাজনীতিতে তৃণমূলের গুরুত্ব বাড়বে।
Posted: 04:40 PM Aug 12, 2021Updated: 04:56 PM Aug 12, 2021

নন্দিতা রায়, নয়াদিল্লি: এবার তৃণমূলে যোগ দিলেন RTI-কর্মী তথা সমাজসেবী সাকেত গোখলে। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ হিসাবেই পরিচিত সাকেত। অনেকে তাঁকে কংগ্রেস সমর্থক বলেও দেগে দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার দিল্লিতে তৃণমূলে নাম লিখিয়েছেন সাকেত (Saket Gokhle)।

Advertisement

[আরও পড়ুন: ‘এত ভয় পাচ্ছেন কেন মোদিজি?’, দলের টুইটার হ্যান্ডেল ‘লক’ হওয়ার পরই প্রশ্ন Congress-এর]

সাকেত গোখলে নিজেকে স্বচ্ছতা কর্মী হিসাবে পরিচয় দেন। বিভিন্ন ইস্যু তুলে আরটিআই করার জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ তিনি। সাকেতের করা আরটিআইয়ের ভিত্তিতেই এমন বহু তথ্য প্রকাশ্যে এসেছে, যা পরবর্তীকালে জাতীয় রাজনীতিতে ইস্যু হয়ে উঠেছে। এদিন তৃণমূলের তরফে টুইটে জানানো হয়েছে, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অনমনীয় মানসিকতায় অনুপ্রাণিত হয়ে তৃণমূল পরিবারে এলেন সাকেত গোখলে। উপস্থিত ছিলেন সৌগত রায়, যশবন্ত সিনহা ও ডেরেক ও’ব্রায়েন।” তৃণমূলে যোগ দিয়ে সাকেত বলছেন, ” এই মুহূর্তে তৃণমূল সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল। বিজেপি বিরোধিতায় যোগ্য মুখ মমতা (Mamata Banerjee)। আপনি যদি জাতীয় দলগুলির কথা বলেন, তাহলে বুঝবেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে লড়াই করছেন, সেটাই আমার প্রয়োজন।”

[আরও পড়ুন: মিশন ২০২৪! Mamata Banerjee-সহ বিরোধী নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন Sonia Gandhi]

একুশে বঙ্গজয়ের পর এবার তৃণমূলের লক্ষ্য দিল্লি জয়। সাকেতের এই যোগদান দিল্লিতে তৃণমূলকে আরও শক্তিশালী করতে পারে, তাতে সন্দেহ নেই। সাকেত গোখলে আরটিআই কর্মী হওয়ার পাশাপাশি একটা সময় দক্ষ সাংবাদিক হিসাবেও কাজ করেছেন। মোদি সরকারের শক্তি-দুর্বলতা ভালমতোই জানেন তিনি। সেটাকেই আগামী দিনে কাজে লাগাতে পারবে এরাজ্যের শাসকদল। ২০২১ বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় যশবন্ত সিনহা (Yashwant Sinha)। তারপর সাকেতের যোগদান দিল্লির রাজনীতিতে শাসকদলের গুরুত্ব আরও বাড়াবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement