shono
Advertisement
Cooch Behar

কোচবিহারের বিবেক উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা! ম্যারাথনে হোঁচট খেয়ে মৃত্যু ছাত্রের

আট কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়েছিল।
Published By: Suhrid DasPosted: 12:29 PM Jan 12, 2025Updated: 01:06 PM Jan 12, 2025

বিক্রম রায়, কোচবিহার: বিবেক উৎসব উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষ্যে কোচবিহারেও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে ম্যারাথন শুরু হলেও তাতে তাল কাটল। ম্যারাথন দৌড় চলাকালীন প্রাণ হারালেন এক ছাত্র। মৃতের নাম রিয়াজ রাই। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে বিভিন্ন মহলে।

Advertisement

প্রতি বছরই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে এই ম্যারাথনের আয়োজন করা হয়। এবার পাতলাখাওয়া থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবধি আট কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। এদিন সকালে ম্যারাথন শুরু হলে প্রতিযোগীরা ছুটতে শুরু করেন। কিছু দূর যাওয়ার পরই পড়ে যান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ছাত্র রিয়াজ রাই। বছর ২০-এর ওই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সময় উপস্থিত ছাত্ররা জানিয়েছেন, রিয়াজ দৌড়ের সময় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন। এই বিষয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুৎকুমার পাল জানিয়েছেন, ওই ছাত্র এদিন সকালে অংশ নিয়েছিলেন ম্যারাথনে। কিছু দূর যাওয়ার পরেই তিনি রাস্তায় বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফ থেকে ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মৃত ওই ছাত্রের বাড়ি কালিম্পং জেলার গরুবাথানে। ঘটনা জানার পরে মৃতের পরিবারে শোকের ছায়া নেমেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোচবিহারেও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল।
  • ম্যারাথন দৌড় চলাকালীন প্রাণ হারালেন এক ছাত্র।
  • মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে বিভিন্ন মহলে।
Advertisement