সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "৪ তারিখ গরমের দাপট কমবে", শনিবার বুথ থেকে বেরিয়েই ভোট-আবহাওয়ার খবর দিয়েছিলেন দেব (Dev)। নির্বাচনী মার্কশিটের নম্বর নিয়ে টলিউড সুপারস্টারের মধ্যে টেনশনের লেশমাত্র নেই! বরং 'কুল' ইমেজেই ধরা দিলেন দেব। কিন্তু 'বান্ধবী' রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) কি ঘাটাল কেন্দ্রের ভোটের ফল নিয়ে টেনশনে?
সামনেই 'বুমেরাং'-এর মুক্তি। আগামী ৭ জুন প্রেক্ষাগৃহে আসছে রুক্মিণীর ছবি। তার ঠিক দিন তিনেক আগেই ভোটের ফলপ্রকাশ। ইতিমধ্যেই বুথফেরত সমীক্ষা নিয়ে চর্চা তুঙ্গে। আগামী ৪ জুন গোটা দেশের চোখ যে ভোটের ফলপ্রকাশের দিকে থাকবে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। এদিন সকাল থেকেই সকলের চোখ থাকবে টিভির পর্দায়। রুক্মিণী কি সেদিনও'বুমেরাং'-এর প্রচার নিয়ে ব্যস্ত থাকবেন? অভিনেত্রী জানালেন, অন্তত সেই দিনটি ছবির প্রচার থেকে বিরত থাকবেন। ঘাটাল ছাড়াও রাজ্যের প্রতিটা কেন্দ্রের ফলাফলের দিকে চোখ থাকবে তাঁর। কিন্তু দেবের ভোটের রেজাল্ট নিয়ে কি উদ্বিগ্ন তিনি?
[আরও পড়ুন: ‘মদ্যপ’ রবিনার গাড়ি থামিয়ে চড়াও মহিলারা! অভিনেত্রীর কাতর আর্জি, ‘আমাকে মারবেন না’]
রুক্মিণী বরং দেবকে নিয়ে আত্মবিশ্বাসী। সংবাদমাধ্যমের কাছে জানালেন, ভোটের ফলাফল যাই হোক না কেন, দেব খুব বড় মনের একজন মানুষ। সেটাই বড় প্রাপ্তি। শুধু তাই নয়, 'স্পোর্টিং' মুডেই অভিনেত্রীর সংযোজন, জেতা-হারা চলতে থাকে। তবে বিশ্বাসই সবথেকে বড়। আর সেটা দেব অনেক আগেই জয় করেছেন। আগামী ৭ জুন 'বুমেরাং'-এর প্রিমিয়ারে দেবের সঙ্গে আসার ইচ্ছেওপ্রকাশ করেছেন রুক্মিণী মৈত্র।
শনিবার দুপুরে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের মহিলা দ্বারা পরিচালিত বুথে ভোট দিয়েছেন দু বারের ঘাটালের সাংসদ। চব্বিশের লোকসভা ভোটে প্রতিদ্বন্দী হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে জিতলে সাংসদ পদে হ্যাটট্রিক করবেন দেব। তিনি নিজেও আত্মবিশ্বাসী। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "আমি আশাবাদী ২০১৯-এর লোকসভার থেকে ভালো রেজাল্ট করবে এবার তৃণমূল। ২২টা সিটের থেকে মার্জিন বাড়বে।"