shono
Advertisement

Breaking News

রামই সংবিধান রচয়িতাদের অনুপ্রেরণা, ‘মন কি বাতে’ দাবি মোদির

রবিবার ছিল মোদির 'মন কি বাত' রেডিও অনুষ্ঠানের ১০৯তম পর্ব তথা ১০ বছরের পূর্তি। যেখানে প্রধানমন্ত্রীর গলায় উঠে এল সংবিধান থেকে রামমন্দির, আয়ুর্বেদ চিকিৎসা-সহ বিভিন্ন প্রসঙ্গ।
Posted: 02:01 PM Jan 28, 2024Updated: 02:03 PM Jan 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের পরের রবিবার মন কি বাত রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় উঠে এল সংবিধান থেকে রামমন্দির-সহ বিভিন্ন প্রসঙ্গ। তিনি বলে দিলেন, সংবিধান রচয়িতারাও রামের দ্বারাই অনুপ্রাণিত।

Advertisement

রবিবার ছিল মোদির ‘মন কি বাতে’র ১০৯তম পর্ব তথা ১০ বছরের পূর্তি। যেখানে ভারতীয় ক্রীড়াক্ষেত্র থেকে আয়ুর্দেব চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে কথা বললেন মোদি। তবে শুরুতেই উঠে আসে সংবিধান প্রসঙ্গ। তিনি বলেন, বহু সাধনার পর লিখিত আকারে তৈরি হয়েছে এই সংবিধান। আসল সংবিধানের তিনটি ভাগ রয়েছে। যার প্রত্যেকটিতে দেশবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করার বিষয় লেখা আছে। আর তৃতীয় খণ্ডটির শুরুটা সংবিধান রচয়িতারা ফাঁকা রেখেছিলেন রাম-সীতা ও লক্ষ্মণের ছবি বসানোর জন্য। রাম রাজত্বের নিয়মকানুনই সংবিধান রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল বলে দাবি করেন মোদি।

[আরও পড়ুন: লোকসভার জন্য কোমর বাঁধছে বিজেপি, আসরে ২১ কুশীলবের ‘টিম মোদি’]

এরপরই রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে মোদি বলেন, সেদিন গোটা দেশ একসঙ্গে মেতে উঠেছিল। প্রধানমন্ত্রীর কথায়, “প্রত্যেকের অনুভূতি এক। সকলের হৃদয়ে রাম। ওই সময় দেশজুড়ে মানুষ রামভজন গেয়েছেন। নিজেদের রামের কাছে উৎসর্গ করেছেন।” রামমন্দিরের পাশাপাশি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মহিলাদের যোগদানের প্রশংসাও করেন মোদি। বলেন, মহিলা শক্তিকে প্যারেডে অংশ নিতে দেখে অনেকেই প্রশংসা করছেন। কর্তব্যপথে তাঁদের দেখে দেশবাসী উচ্ছ্বসিত।

এর পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি কীভাবে দেশের মানুষের কাজে লেগেছে, তারও উল্লেখ করেন তিনি। বোঝান অঙ্গদানের গুরুত্বও।

[আরও পড়ুন: জ্ঞানবাপী হিন্দুদের দিয়ে দিন, সমীক্ষা রিপোর্ট পেতেই মুসলিম পক্ষের কাছে দাবি বিশ্ব হিন্দু পরিষদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement