shono
Advertisement

বাইশ গজ থেকে ব্যালট যুদ্ধে শামি! বিজেপি প্রার্থী হচ্ছেন? তুঙ্গে জল্পনা

মহম্মদ শামির কি এবার রাজনীতিতে অভিষেক ঘটছে? আসন্ন লোকসভা নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন তিনি? কাদের টিকিটে দাঁড়াবেন? শামিকে নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে ভারতের রাজনৈতিক মহলে।
Posted: 07:39 PM Mar 07, 2024Updated: 08:27 PM Mar 07, 2024

বিশেষ সংবাদদাতা: বল হাতে আগুন ছোটান তিনি। প্রতিপক্ষের বাঘা বাঘা ব্যাটসম্যানকেও ঘায়েল করেন। সেই মহম্মদ শামির (Mohammed Shami) কি এবার রাজনীতিতে অভিষেক ঘটছে? আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024 ) কি দাঁড়াচ্ছেন তিনি? 

Advertisement

মহম্মদ শামিকে নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে ভারতের রাজনীতিমহলে। শোনা যাচ্ছে, ভারতের এই তারকা পেসার আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়াবেন। ইতিমধ্যেই পদ্মশিবির থেকে শামির সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলেই খবর। ঘনিষ্ঠ মহলে ভোটে দাঁড়ানোর ইচ্ছাও নাকি প্রকাশ করেছেন এই পেসার। কিন্তু এখনও পর্যন্ত এবিষয়ে কোনও পক্ষই একটি শব্দও খরচ করেনি। না মহম্মদ শামি। না বিজেপি। তবু জল্পনা তুঙ্গে। কারণ তিনি মহম্মদ শামি। 

[আরও পড়ুন: টিকিট মূল্যে বৈষম্য, ডার্বি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল মোহনবাগান]

প্রসঙ্গত, গত বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যান্স করেন শামি। ভারতকে ফাইনালে তোলার পিছনে তারকা পেসারের অবদান ছিল অনেকটাই। আহমেদাবাদের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরে টিম ইন্ডিয়ার সাজঘরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হারের হতাশা গ্রাস করেছিল ভারতীয় শিবিরকে। প্রধানমন্ত্রী গিয়ে বুকে টেনে নেন শামিকে। সেই ছবি ভাইরাল হয়। তার পর থেকেই ভারতের রাজনীতিতে গুঞ্জন ছিল, তবে কি শামিকে অদূর ভবিষ্যতে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারে? 

এদিকে বিশ্বকাপের অব্যবহিত পরেই অর্জুন পুরস্কার পান শামি। সরকারি খেতাবপ্রাপ্তির পরে গুঞ্জন আরও জোরালো হয়। এখানেই অবশ্য সব কিছুর শেষ নয়। আরও আছে। ২৬ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার (Team India) তারকা পেসারের অস্ত্রোপচার হয়। এর পরই তাঁকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। নিজের X হ্যান্ডেলে মোদি লিখেছেন, ”আপনার দ্রুত আরোগ্য কামনা করি। আমার বিশ্বাস আপনি খুব দ্রুত চোট সারিয়ে মাঠে ফিরতে পারবেন। এবং খুব দ্রুত আবার মাঠে নামবেন।” প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে পালটা ধন্যবাদ জানিয়েছেন ‘সহেসপুর এক্সপ্রেস’। প্রধানমন্ত্রীকে শামি লিখেছেন, ”আপনার শুভেচ্ছা পেয়ে দারুণ অনুভূতি হচ্ছে।  অনেক ধন্যবাদ মোদি স্যর। কঠিন সময় এভাবেই আমার পাশে থাকবেন।” এসবের পরেই প্রশ্ন আরও তীব্র হতে শুরু করে দেশের রাজনীতিতে, তবে কি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠবৃত্তে ঢুকে পড়েছেন শামি?

সব মিলিয়ে পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে নামতেই পারেন শামি। শেষ পর্যন্ত কী হতে চলেছে, সে উত্তর অবশ্যই দেবে সময়। আপাতত লোকসভা নির্বাচন ঘিরে চড়তে থাকা পারদে ক্রমেই বাড়ছে শামির বিজেপি যোগের জল্পনা। 

[আরও পড়ুন: মাঠ ও মাঠের বাইরে টিম গেমেই উন্নতি হবে, বিতর্কে উড়িয়ে একসুর স্টিমাচ-কল্যাণের গলায়]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement