সংবাদ প্রতিদিন ডিজটাল ডেস্ক: একক অনুষ্ঠানে বিপাকে পড়লেন জনপ্রিয় সংগীতশিল্পী রূপম ইসলাম। গানের মাঝে জেলবন্দি জেএনইউয়ের ছাত্রনেতা উমর খালিদকে সমর্থন করে নেটিজেনদের রোষের মুখে পড়লেন রূপম। সোশ্যাল মিডিয়ায় অনেকেই রূপমকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেন।
তা ঠিক কী ঘটেছে?
গত ১০ জুন, শনিবার নিউ বারাকপুরের কৃষ্টি মঞ্চে অনুষ্ঠিত হয় রূপম ইসলামের একক অনুষ্ঠান। উপচে পড়েছিল দর্শক। গান চলছিল গানের মতো। হঠাৎই মঞ্চের স্ক্রিনে ভেসে উঠল উমর খালিদের ছবি। ব্যস, এখান থেকেই শুরু গণ্ডগোল। উমর খালিদের ছবিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, উমরের সমর্থনে একের পর এক কথা বলে গেলেন রূপম। তাঁকে এতদিন ধরে জেলবন্দি রাখার নিন্দাও করলেন সংগীতশিল্পী। খবর অনুযায়ী, মঞ্চ থেকে রূপম বলেন, ” বিচারব্যবস্থার উপরে সম্মান রেখেই বলছি, এই মঞ্চ থেকে আমি উমর খালিদের বিচারের দাবি করছি। শুধু বিচার নয়, ন্যায়বিচার।”
[আরও পড়ুন: ‘চুমু-বিতর্ক’কে বুড়ো আঙুল! তিরুপতি-দর্শনে মনে বল পেলেন ‘সীতা’ কৃতী স্যানন]
সোশ্যাল মিডিয়ায় রূপম সেই অনুষ্ঠানের কিছু ছবি শেয়ারও করেছেন। আর সেখানেই সংগীতশিল্পীর বিরুদ্ধে ধেয়ে আসছে নানা কটাক্ষ। অনেকে রূপমকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনিও টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য! রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলবন্দি ব্যক্তির সমর্থনে আওয়াজ তুলে দেশবিরোধী কাজ করেছেন রূপম। শুধু তাই নয়, কেউ কেউ ‘বয়কট রূপম ইসলামে’র ডাকও তুলেছেন গায়কের বিরুদ্ধে। তবে রূপমের কয়েকজন অনুরাগীরা তাঁর এই বার্তাকে সমর্থন করে, গায়কের পাশেও দাঁড়িয়েছেন।