সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন ফেডারেল ব্যাংকের নীতি বদলের জেরে ডলারের নিরিখে ভারতের মুদ্রার অধোগতি অব্যাহত। ফের রেকর্ড হারে কমল টাকার দাম। বুধবার ডলারের দাম প্রথমবার পেরিয়েছিল ৮৩ টাকা। এদিন সেটা আরও বেড়ে ৮৩ টাকা ৬ পয়সায় পৌঁছে গেল।
বুধবার বাজার বন্ধ হয় ৮৩ টাকায়। বৃহস্পতিবার সেটা আরও ৬ পয়সা কমে ৮৩ টাকা ৬ পয়সায় পৌঁছে যায়। এদিন সকালেও ৬ পয়সা কমেছে টাকার দাম। আর শুধু ডলারের তুলনায় টাকার দাম কমাই নয়, এদিন শেয়ার বাজারেও মন্দার ইঙ্গিত মিলেছে। সকালে বাজার খোলার পরই একধাক্কায় প্রায় ৩৫০ পয়েন্ট নেমে যায় সেনসেক্সের সূচক। নিফটির পতন ঘটে ৯০ পয়েন্ট। এর অনেকটাই অবশ্য মার্কিন বাজারের ওঠানামার উপর নির্ভরশীল। তবে শুধু টাকা নয়, বিশ্বের অন্য বহু দেশের মুদ্রাই ডলারের তুলনায় দুর্বল হচ্ছে। অন্যান্য এশীয় মুদ্রাও ভারতীয় টাকার (Indian Rupee) মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
[আরও পড়ুন: ভাল আচরণের জন্য মুক্তি পাওয়া বিলকিসের ধর্ষকের বিরুদ্ধে উঠেছিল শ্লীলতাহানির অভিযোগও! প্রকাশ্যে তথ্য]
সম্ভবত সেকারণেই, ডলারের তুলনায় টাকার দামের এই রেকর্ড পতন নিয়ে তেমন ভাবিত নন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। দিন কয়েক আগে আমেরিকায় দাঁড়িয়েই তিনি বলেন,“টাকার দামে পতন হচ্ছে না। মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। বিশ্বের অন্যান্য মুদ্রার থেকে ভারতীয় মুদ্রা তুলনামূলক ভাবে ভাল অবস্থাতেই রয়েছে।” নির্মলার দাবি, মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। সেখানে বিশ্বের অন্য সব দেশের মুদ্রা দুর্বল হচ্ছে কূটনৈতিক পরিস্থিতির জন্য। নির্মলার সাফ কথা, অন্যান্য দেশের মতো আমরা ভাল জায়গায়। অর্থমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আশাবাদী, দ্রুতই আগের অবস্থায় ফিরবে ভারতীয় টাকা।
[আরও পড়ুন: শিণ্ডে, ফড়ণবিসের সঙ্গে একমঞ্চে শরদ পওয়ার! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর টুইটে নয়া জল্পনা]
প্রতিবারের মতোই ভারতীয় টাকার দামের পতনের ফলে আঙুল উঠছে রিজার্ভ ব্যাঙ্কের দিকে। লাগাতার রেপো রেট (Repo Rate) বাড়ানোর পরও উন্নতি হচ্ছে না ভারতীয় টাকার বেহাল দশার। তবে অর্থমন্ত্রী সীতারমণ জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকও মুদ্রাকে শক্তিশালী করার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।