স্টাফ রিপোর্টার: ঠিক কুড়িদিন আগের ঘটনা। ইডেনে বিরাট কোহলিদের একপেশে লড়াইয়ের শেষে চূর্ণ করেছিল কেকেআর (KKR)। কিন্তু তারপর থেকে অনেক কিছু বদলেছে। কেকেআর আর সেই কুড়িদিন আগের জায়গায় নেই। বরং হারতে হারতে দলটার মনোবল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। বোলারদের অবস্থা তথৈবচ। তার উপর আবার টিম কম্বিনেশন নিয়ে রীতিমতো মিউজিক্যাল চেয়ার চলছে। এই অবস্থায় বুধবার চিন্নাস্বামীতে বিরাটদের আরসিবির বিরুদ্ধে নামতে চলেছেন নীতীশ রানারা। মহাম্যাচের আগেই আরও দুঃসংবাদ নেমে এসেছে নাইট শিবিরে। এদিনের ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না আন্দ্রে রাসেল। তাঁর পরিবর্তে নামানো হতে পারে শার্দূল ঠাকুরকে।
কেকেআর অধিনায়ক খুব ভাল করেই জানেন কতটা কঠিন পরিস্থিতির মধ্যে তাঁদের যেতে হচ্ছে। এটাও জানেন, চিন্নাস্বামীতে হার মানে টিম আরও চাপের প্রেসার কুকারে চলে যাবে। তাই কেকেআর চাইছে এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে। জেসন রয় সেরকমই শুনিয়ে গেলেন। ম্যাচের আগেরদিন কেকেআরের তারকা ব্যাটার বললেন, ‘‘আমাদের সামনে এখন একটাই রাস্তা–ঘুরে দাঁড়ানো। এর বাইরে আর আমরা কিচ্ছু ভাবছি না। শেষ কয়েকটা ম্যাচে ভাল খেলতে পারিনি আমরা ঠিকই, কিন্তু সব কিছু শেষ হয়ে যায়নি। কয়েকটা ম্যাচ জিতলেই পরিস্থিতি আবার বদলে যাবে। আমার বিশ্বাস বুধবার ঠিক জয়ে ফিরতে পারব। ড্রেসিংরুমের পরিবেশটাকে হালকা রাখার চেষ্টা করছি। তবে আমাদের প্রত্যেককে আরও উন্নতি করতে হবে। কয়েকটা ম্যাচ হারলেও বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেট খেলেছে। সেটাই আমাদের দলের কাছে ইতিবাচক দিক।’’তবে জেসন যাই বলে যান না কেন, টানা চার ম্যাচে হার কেকেআরকে ভালরকম ঘেঁটে দিয়ে গিয়েছে। সবচেয়ে বড় চিন্তা হল সুনীল নারিন চেনা ছন্দের ধারেকাছে নেই। বোলিংয়ের আগের সেই ধার এখন অনেক কমেছে।
[আরও পড়ুন: আতিক-ঘনিষ্ঠ গুড্ডু মুসলিমকে আশ্রয় দেওয়ার অভিযোগ, চাকরি গেল গ্যাংস্টারের শ্যালকের]
উল্টোদিকে আগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে বেশ ফুরফুরে আরসিবি (RCB)। দলের তিন বড় স্তম্ভ বিরাট, ফাফ ডু’প্লেসি আর গ্লেন ম্যাক্সওয়েল দুরন্ত ফর্মে রয়েছেন। আরসিবি-র ব্যাটিংকে আটকানো কেকেআর বোলারদের যে মস্ত বড় চ্যালেঞ্জ হতে চলেছে, সেটা বলে দেওয়াই যায়। ফাফ আবার এই মুহূর্তে এই আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন। এর সঙ্গে আবার রয়েছে মহম্মদ সিরাজের দুরন্ত বোলিং। আরসিবি পেসার আইপিএলে বিধ্বংসী ফর্মে রয়েছেন। তাঁকে সামলানোর কাজটা কেকেআর ব্যাটিংয়ের কাছে যথেষ্ট কঠিন হতে চলেছে বলেই ক্রিকেট মহল মনে করছে। নাইট ম্যাচের আগেই অজি পেসার জশ হেজেলউডও ফিট হয়ে গিয়েছেন। ফলে কেকেআরের বিরুদ্ধে নামার আগে আরও শক্তিশালী আরসিবির বোলিং লাইন আপ। এতক্ষণ একটা কথা তো বলাই হয়নি। ইডেনে হারের বদলা নেওয়াটাও নিশ্চয়ই বিরাটদের মাথায় থাকবে। কে বলতে পারে, ঘরের মাঠে কোহলিদের সেটাই আরও তাতিয়ে দেবে না।