সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম আর্থিক সংকট চলছে পাকিস্তানে। সেদেশের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, দেউলিয়া হয়ে গিয়েছে পাকিস্তান (Pakistan)। এই অবস্থায় মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। প্রতিবেশী দেশকে তাঁর পরামর্শ, পাকিস্তানকে এই মুহূর্তে সব পরিকল্পনা করতে হবে দেশের নাগরিকদের স্বার্থের কথা ভেবে।
পুণেতে এক সম্মেলনে যোগ দিয়েছিলেন জয়শংকর। সেখানেই তাঁকে কথা বলতে শোনা গেল পাকিস্তানের পরিস্থিতি নিয়ে। তাঁর কথায়, ”সামাজিক ও রাজনৈতিক ইস্যুগুলিকে নির্দিষ্ট করতে হবে পাকিস্তানকে। যদি কোনও প্রকল্পের পরিকল্পনা করা হয়, তাহলে আমি বলব সেটাকে যেন জনতার দৃষ্টিভঙ্গিতে বিচার করে তারপর প্রয়োগ করা হয়। ওদের ভাবতে হবে ওরা কী চায়। যদি কোনও দেশ অর্থনৈতিক সংকটে ভোগে, আমি কেবল পাকিস্তানের কথা বলছি না, তাহলে তাদের তাদের অবশ্যই মানুষের স্বার্থে যাবতীয় পরিকল্পনা ও পদক্ষেপ করতে হবে।”
[আরও পড়ুন: আমজনতার উপর বাড়তি শুল্কের বোঝা, এবার কাশ্মীরে চালু হচ্ছে সম্পত্তি কর]
উল্লেখ্য, বিদেশি ঋণে জর্জরিত পাকিস্তানে চরম আর্থিক সংকটন। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের অনুদানের হাত ধরে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে শাহবাজ শরিফ প্রশাসন। এই অবস্থায় এক ভিডিওতে পাক প্রতিরক্ষা মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “আপনারা শুনছেন, দেশে ঘোর আর্থিক সংকট। দেশ নাকি দেউলিয়া হয়ে যাবে। দেশ দেউলিয়া হয়ে যাবে নয়, দেউলিয়া হয়েই গিয়েছে।” তবে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ইসলামাবাদ। মন্ত্রীদের বেতনে কোপ দেওয়ার পাশাপাশি তাঁদের বিমানের প্রথম শ্রেণিতে ভ্রমণ কিংবা পাঁচতারা হোটেলে থাকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।