shono
Advertisement

ছ্যাঁচড়া! সলমনকে অশালীন আক্রমণ পাক অভিনেত্রীর, ক্ষিপ্ত ভাইজানের ভক্তরা

অভিনেত্রীকে পালটা কটাক্ষ করা হয়েছে।
Posted: 08:48 PM Mar 04, 2023Updated: 08:48 PM Mar 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মজার ছলে সাক্ষাৎকার দিতে গিয়ে সলমন খানকে (Salman Khan)  ‘ছ্যাঁচড়া’ বলে বসলেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। তাতেই ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ। বিশেষ করে ভাইজানের ভক্তরা। পালটা কটাক্ষ করেছেন তাঁরা। 

Advertisement

উর্দু সিনেমা  এবং সিরিয়ালে অভিনয় করে পাকিস্তানে জনপ্রিয়তা পেয়েছেন সাবা। ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’-এর নায়িকা ছিলেন তিনি। পাকিস্তানের এক টেলিভিশনে চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়েই সলমনকে নিয়ে মন্তব্য করে বসেন সাবা।  সাক্ষাৎকারের সেই ভিডিও ঘিরেই এখন তোলপাড় নেটদুনিয়া। 

[আরও পড়ুন: ‘ধর্মকে মহিমান্বিত করছে…”, বিরাট-অনুষ্কার মহাকাল মন্দির দর্শনে উচ্ছ্বসিত কঙ্গনা]

সলমন খান সিনেমার প্রস্তাব দিলে তাঁকে কীভাবে না করবেন? এই প্রশ্ন সাবাকে করা হয়েছিল। প্রথমে বলিউড সুলতানের নাম শুনেই আঁতকে ওঠেন পাক অভিনেত্রী। জানান, সলমনকে তিনি বড্ড ভয় পান। কিন্তু না কীভাবে করবেন? এই প্রশ্নের উত্তরেই সাবা বলে সলমনের উদ্দেশে বলে বসেন, “আপনি বড্ড ছ্যাঁচড়া!”

হৃতিক রোশন, ইমরান হাসমি, রীতেশ দেশমুখকে নিয়েও প্রশ্ন করা হয়েছিল সাবাকে। তাতে অভিনেত্রী জানান, দুই বাচ্চার বাবা হৃতিককে তাঁর পোষাবে না।  ইমরান হাসমির সঙ্গে সিনেমা করলে তাঁর মুখে ক্যানসার হবে। রীতেশকে ‘বি গ্রেড অ্যাক্টর’ও বলেন সাবা। তাঁর এমন মন্তব্যেই ক্ষিপ্ত নেটিজেনরা।  “সাবা কামার কে?” এই প্রশ্ন করা হয়। পাক অভিনেত্রীকে আগে নিজের ওজন কতটা তা মেপে দেখার পরামর্শ দেওয়া হয়। 

[আরও পড়ুন: ‘খুব বড় অ্যাটাক ছিল…’, হৃদরোগে আক্রান্ত হওয়ার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন সুস্মিতা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement