shono
Advertisement

Breaking News

অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সাবালেঙ্কা, একপেশে ফাইনালে হারালেন কিন ঝেংকে

টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন বেলারুশের তারকা।
Posted: 03:55 PM Jan 27, 2024Updated: 04:15 PM Jan 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সাবালেঙ্কা (Sabalenka)। কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব অনায়াসে জিতে নিলেন বেলারুশের এই মহিলা তারকা। রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বিশ্বের ১২ নম্বর চিনের কিন ঝেংকে শনিবার দাঁড়াতেই দিলেন না সাবালেঙ্কা। বেলারুশের এই তারকা ৬-৩, ৬-২-এ জিতে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন। 
এক নম্বর নয়, বেলারুশের তারকা আরিনা সাবেলেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেন খেলতে এসেছিলেন ব়্যাঙ্কিংয়ের ২ নম্বর খেলোয়াড় হিসেবে। ২০১৭ সালে সেরিনা উইলিয়ামসের পর প্রথম মহিলা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জয়ের কীর্তি গড়লেন  বেলারুশের ২৫ বছর বয়সি সাবালেঙ্কা।   
সাবালেঙ্কা প্রথম সেটটি জিতে নেন ৬-৩ গেমে। প্রথম থেকেই আগ্রাসী টেনিস খেলতে থাকেন। দ্বিতীয় সেটে আরও ঝাঁজালো টেনিস খেলতে শুরু করেন সাবালেঙ্কা। দ্বিতীয় সেটটি ৬-২-এ জেতেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: হামাসের সঙ্গে হাত মিলিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা! ইজরায়েলের অভিযোগে কী বলছে WHO]

সাবালেঙ্কার এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও গত বছর যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনাল খেলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের কোকো গফের কাছে হেরেছিলেন ওই ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সেই গফকে হারিয়ে ফাইনালে পৌঁছন সাবালেঙ্কা। ফাইনালে আরও দাপট দেখিয়ে খেতাবই জিতে নিলেন।

 

[আরও পড়ুন: কুয়াদ্রাতের যুদ্ধ জয়ের অপেক্ষায় ভাই জোয়ান, স্পেনে বসেই বুনছেন স্বপ্নের লাল-হলুদ জাল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement