shono
Advertisement

Breaking News

প্যারালিম্পিয়ানদের সংবর্ধিত করলেন শচীন

লিম্পিক ও প্যারালিম্পিকের মধ্যে এই বৈষম্য মেটানোর জন্য নিজেই উদ্যোগ নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার৷ The post প্যারালিম্পিয়ানদের সংবর্ধিত করলেন শচীন appeared first on Sangbad Pratidin.
Posted: 11:38 AM Oct 04, 2016Updated: 06:16 PM Jul 13, 2018

স্টাফ রিপোর্টার: যা নেই তার পিছনে না ছুটে, যা আছে তাই দিয়েই লক্ষ্যে পৌঁছতে হবে, এটাই জীবনে এগিয়ে চলার মূল মন্ত্র প্যারালিম্পিয়ানদের৷ আর সেই লড়াইকেই কুর্নিশ জানাতে স্বয়ং মাস্টার ব্লাস্টার দেখা করলেন প্যারালিম্পিয়ানদের সঙ্গে৷

Advertisement

অনেক সময়ই হয়তো হোঁচট খেতে হয় এই খেলোয়াড়দের৷ টিটকিরিও জোটে কখনও কখনও৷ কিন্তু দৌড় থামে না ওঁদের৷ ফল, প্যারালিম্পিকে কেউ জেতেন সোনা, কেউ রুপো৷

রিও ওলিম্পিকে তিনি ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন ভারতীয় ওলিম্পিয়ানদের সঙ্গে৷ দীপা, সাক্ষী, অভিনব, সিন্ধুদের মনের জোর বাড়াতে গেমস ভিলেজে গিয়ে তাঁদের সঙ্গে একান্তে কথা বলেন৷

কিন্তু শচীন তেণ্ডুলকরকে প্যারালিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে এর আগে কখনও দেখা যায়নি৷ শচীন কিন্তু এই জন্য দারুণ আক্ষেপ প্রকাশ করেছিলেন৷ ওলিম্পিক ও প্যারালিম্পিকের মধ্যে এই বৈষম্য মেটানোর জন্য নিজেই উদ্যোগ নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার৷ ওলিম্পিক থেকে ভারত একবারই সোনা জয়ের স্বাদ পেয়েছে৷ অভিনব বিন্দ্রার হাত ধরে৷ কিন্তু প্যারালিম্পিকে দেশকে পর পর দু’বার সোনা পাইয়ে দিয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া৷ দারিদ্রকে হারিয়ে তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসাটা সহজ ছিল না মায়াপ্পন থাঙ্গাভেলুর পক্ষেও৷ রিওতে এই দক্ষিণী ছেলেই প্যারালিম্পিকে সোনা জিতে গোটা দেশকে অবাক করে দিয়েছেন৷ দীপা মালিক, বরুণ ভাতি সিংদের নিয়ে এত কিছুর পরও তেমন আলোচনা নেই৷ সংবাদমাধ্যমের মাতামাতিও তাঁদের নিয়ে সেরকম নেই৷ ঠিক যতটা সাক্ষী, সিন্ধুরা ওলিম্পিকে পদক জয়ের পর হয়েছিল৷ শচীন এখানেই প্রশ্ন তুলেছিলেন৷

বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে নিজস্ব উদ্যোগে প্যারালিম্পিকে পদকজয়ীদের সংবর্ধনা দিলেন শচীন৷ প্রত্যেকের হাতে পনেরো লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়৷ এছাড়া ভবিষ্যতে তাঁদের প্রস্তুতিতে সাহায্য করার ব্যাপারেও আশ্বাস দেওয়া হয়৷ অনুষ্ঠান শেষে দীপা মালিকের গলায় আক্ষেপের সুর, “দেশের মানুষ এখনও ওলিম্পিক ও প্যারালিম্পিকের পার্থক্য করেন৷ সবাই বোঝে না, মানের দিক থেকে দু’টি টুর্নামেণ্টের ফারাক নেই” এমনটাই দাবি তাঁর৷

 

The post প্যারালিম্পিয়ানদের সংবর্ধিত করলেন শচীন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement