shono
Advertisement
Ravi Shastri

ম্যাকালামের বাজবল অতীত, ইংল্যান্ডের কোচ হতে চলেছেন রবি শাস্ত্রী?

অ্যাশেজের প্রথম তিনটি টেস্টের তিনটিই জিতেছে অস্ট্রেলিয়া।
Published By: Prasenjit DuttaPosted: 08:23 PM Dec 24, 2025Updated: 08:41 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের কোচ হতে চলেছেন রবি শাস্ত্রী? মাত্র ১১ দিনের ক্রিকেটেই অ্যাশেজ জয় করেছে অস্ট্রেলিয়া। 'বাজবল' খেলতে গিয়ে এমন দুরবস্থার পর ইংল্যান্ডের কোচ হিসাবে শাস্ত্রীকে দেখা গেলে খারাপ হবে না। অন্তত এমনই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসর। ব্র্যান্ডন ম্যাকালামের পরিবর্তে রবি শাস্ত্রীকে কোচ করার দাবি তুলেছেন এই স্পিনার।

Advertisement

সাংবাদিক রবি বিস্তের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "অস্ট্রেলিয়াকে কীভাবে হারাতে হবে, এই ব্যাপারে সবথেকে কে ভালো জানে সেটা আপনাকে ভাবতে হবে। বুঝতে হবে কীভাবে মানসিক, শারীরিক এবং কৌশলগতভাবে অস্ট্রেলিয়ার দুর্বলতার সুযোগ আপনি কীভাবে নেবেন। আমার মনে হয়, ইংল্যান্ডের পরবর্তী কোচ হিসাবে রবি শাস্ত্রীর নাম ভাবা উচিত।"

অ্যাশেজের প্রথম তিনটি টেস্টের তিনটিই জিতেছে অস্ট্রেলিয়া। প্রবল চাপে ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম ও তাঁর আবিষ্কৃত ‘বাজবল’। ইংল্যান্ডের বাজবল পদ্ধতি যে একেবারেই যে ভোঁতা হয়ে গিয়েছে, সে কথা বলাই বাহুল্য। প্রশ্ন হল, পানেসর কোচ হিসাবে কেন রবি শাস্ত্রীকে বেছে নিয়েছেন? ওয়াকিবহাল মহলের ধারণা, অস্ট্রেলিয়ার মাটিতে শাস্ত্রীর পরিসংখ্যান দেখেই তিনি টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডকোচকে বেছে নিয়েছেন।

২০১৭ সালে ভারতের কোচ হওয়ার পর থেকে শাস্ত্রী ৬৫টি টি-টোয়েন্টিতে ৪২টি জয়, ৭৬টি ওয়ানডেতে ৫১টি জয় এবং ৪৩টি টেস্টে ২৫টি জয় এনে দিয়েছেন। আইসিসি শিরোপা জিততে না পারলেও তাঁর সময়কালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো কঠিন পরিবেশে সফল হয়েছে টিম ইন্ডিয়া। এই কারণেই কোচ হিসাবে রবি শাস্ত্রীকে চাইছে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার।

এর পরের টেস্ট মেলবোর্নে। তারপর সিডনিতে। দু’টি টেস্টে হারলে চুনকামের লজ্জা নিয়ে ফিরতে হবে ইংল্যান্ডকে। অধিনায়কত্ব নিয়েও টানাটানি পড়তে পারে। এই পরিস্থিতিতে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ উঠেছে ইংল্যান্ড ক্রিকেটারদের বিরুদ্ধে। বক্সিং ডে টেস্টে দলে বেশ কিছু বদল হবে ইংল্যান্ড দলে। জোফরা আর্চারের পরিবর্তে গাস অ্যাটকিনসনকে দলে নেওয়া হয়েছে। অলি পোপের স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার জ্যাকব বেথেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাত্র ১১ দিনের ক্রিকেটেই অ্যাশেজ জয় করেছে অস্ট্রেলিয়া।
  • 'বাজবল' খেলতে গিয়ে এমন দুরবস্থার পর ইংল্যান্ডের কোচ বদলের দাবি তুলেছেন প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসর।
  • ব্র্যান্ডন ম্যাকালামের পরিবর্তে রবি শাস্ত্রীকে কোচ করার দাবি তুলেছেন এই স্পিনার।
Advertisement