shono
Advertisement
Jasprit Bumrah

অ্যাশেজে অনবদ্য প্রত্যাবর্তন, বুমরাহর ঠিক পরেই কামিন্স, টি-টোয়েন্টিতে উত্থান তিলকের

বুমরাহর থেকে কত পয়েন্টে পিছিয়ে আছেন অজি তারকা?
Published By: Prasenjit DuttaPosted: 09:23 PM Dec 24, 2025Updated: 09:23 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান প্রজন্মের অন্যতম সেরা পেসার জশপ্রীত বুমরাহ। তিনি টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার। তবে এবার তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন প্যাট কামিন্স। রেটিং পয়েন্টেও বুমরাহর থেকে খুব বিশেষ পিছিয়ে নেই তিনি। অন্যদিকে, প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে প্রথম তিনে উত্থান হয়েছে তিলক বর্মার।

Advertisement

এই মুহূর্তে বুমরাহর রেটিং পয়েন্ট ৮৭৯। তাঁর ঠিক পরেই কামিন্স। তাঁর রেটিং ৮৪৯। অর্থাৎ ভারতীয় পেসারের থেকে মাত্র ৩০ পয়েন্ট দূরে অজি তারকা। অ্যাশেজের প্রথম দু'টি টেস্ট খেলতে পারেননি তিনি। তবে তৃতীয় টেস্টে প্রত্যাবর্তনেই সুপারহিট ছিলেন কামিন্স। ১১৭ রানে ৬ উইকেট নিয়ে ৮২ রানে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। এর ফলস্বরূপ বুমরাহর ঠিক পরেই রয়েছেন তিনি। ৮৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের নোমান আলি।

ওয়ানডের বোলিং তালিকায় শীর্ষে রয়েছেন রশিদ খান। এরপর জোফরা আর্চার এবং কুলদীপ যাদব। টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে বরুণ চক্রবর্তী। দিন সাতেক আগেই আইসিসি’র টি-টোয়েন্টি ক্রমতালিকায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পেয়ে নজির গড়েছেন ভারতীয় বোলার। তাঁর রেটিং পয়েন্ট ৮০৪।

ওয়ানডে ব্যাটারদের তালিকায় রো-কো রয়েছেন প্রথম দুইয়ে। পাঁচে শুভমান গিল। ১০ নম্বরে শ্রেয়স আইয়ার। অন্যদিকে, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ উঠে এসেছেন বুমরাহ। তিনি এখন ১৮ নম্বরে। একই পয়েন্টে রয়েছেন মাহিশ থিকশানার। তবে তিলক বর্মা এক ধাপ উঠে তৃতীয় স্থানে পৌঁছেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।

টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষে জো রুট। দ্বিতীয় কেন উইলিয়ামসন। চার ধাপ উঠে সতীর্থ স্টিভ স্মিথের সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছেন ট্রেভিস হেড। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। সেই কারণেই এই উত্থান। প্রথম দশে একমাত্র ভারতীয় যশস্বী জয়সওয়াল। তিনি রয়েছেন আটে। ১১ নম্বরে শুভমান গিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্তমান প্রজন্মের অন্যতম সেরা পেসার জশপ্রীত বুমরাহ। তিনি টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার।
  • তবে এবার তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন প্যাট কামিন্স।
  • রেটিং পয়েন্টেও বুমরাহর থেকে খুব বিশেষ পিছিয়ে নেই তিনি।
Advertisement