সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের চরিত্রটি বড়পর্দায় তুলে ধরেছিলেন ইমরান হাশমি। আবার ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে নাম ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এবার ভারতের প্রাক্তন পেসার জাহির খানের আত্মজীবনী নিয়ে যদি ছবি তৈরি হয়, তবে কে অভিনয় করতে পারেন? জাহিরের প্রথম পছন্দের কথা জানা নেই। তবে তাঁর বেটারহাফ জানিয়ে দিলেন অনস্ক্রিনে জাহিরের ভূমিকায় কাকে দেখতে চান তিনি।
[অষ্টমঙ্গলা সেরে রিসেপশনে বর্ধমানের ঘরের মেয়ে শুভশ্রী]
গত বছর নভেম্বরে জাহিরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সাগরিকা। তারপর মধুচন্দ্রিমা হোক কিংবা বিজ্ঞাপনের ফটোশুট, ক্যামেরার সামনে একসঙ্গে করা দিয়েছে এই সেলিব্রিটি কাপল। স্বামীই তাঁর জীবনের মধ্যমণি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথাই জানিয়েছিলেন সাগরিকা। জাহিরও সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে প্রেম নিবেদনে পিছপা হন না। দুই তারকাই নিজেদের পেশাদার জীবনের ব্যস্ততার পাশাপাপাশি ব্যক্তিগত জীবনও সামলাচ্ছেন ভালভাবেই।
বর্তমানে নিজের ছবি ‘মনসুন ফুটবল’-এর প্রচারে ব্যস্ত অভিনেত্রী সাগরিকা ঘাটগে। ছবির প্রচারে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েই নিজের মনের কথা জানালেন জাহির পত্নী সাগরিকা। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, বায়োপিকে স্বামী জাহিরের চরিত্রে কাকে দেখতে চান তিনি? বেশি না ভেবেই ‘চক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রী বলে দেন, প্রাক্তন ভারতীয় পেসারের ভূমিকায় সবচেয়ে মানানসই হবেন রণবীর কাপুর। সাগরিকার বিশ্বাস, তাঁর স্বামীর বায়োপিক তৈরি হলে রণবীর নিজের অভিনয় দক্ষতা দিয়ে জাহিরকে রুপোলি পর্দায় সবচেয়ে ভালভাবে ফুটিয়ে তুলতে পারবেন।
[OMG! ভারতের এই সৌধের নামে সন্তানের নাম রাখতে চলেছেন ডিভিলিয়ার্স!]
তবে জাহিরের চরিত্রে নয়, আপাতত অভিনেতা সঞ্জয় দত্তর বায়োপিকে অভিনয় করতে দেখা যাচ্ছে রণবীরকে। দীর্ঘ টাইমফ্রেমে সঞ্জু বাবার জীবনের চড়াই উতরাই ফুটে উঠবে বড়পর্দায়। এই ছবিতে রণবীরের চেহারা ও মেকআপ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সিনেপ্রেমীদের। কিন্তু প্রশ্ন হল, রণবীরও কি ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসারের ভূমিকায় অভিনয় করতে আগ্রহী? সে উত্তর হয়তো পাওয়া যাবে তাঁর কাছে সত্যিই এমন কোনও প্রস্তাব পৌঁছালে। তবে সাগরিকা চান অনস্ক্রিন জাহির হয়ে উঠুন রণবীরই।
The post বড়পর্দায় স্বামী জাহিরের চরিত্রে কোন অভিনেতাকে দেখতে চান সাগরিকা? appeared first on Sangbad Pratidin.