সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের পোস্টার বয় সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad) এবার খেলবেন মোহনবাগানে (Mohun Bagan)। তাঁর সঙ্গে পাঁচ বছরের চুক্তি হল সবুজ-মেরুনের। শতাব্দীপ্রাচীন ক্লাবের জার্সি পরার জন্য শুক্রবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় চুক্তিপত্রে সই করে দিলেন বিদেশে বড় হয়ে ওঠা কেরলের কান্নুরের এই তারকা ফুটবলার। জাতীয় দলের অপরিহার্য সাহাল মূলত প্লে মেকার। খেলতে পারেন অ্যাটাকিং মিডিও ছাড়াও উইঙ্গার হিসাবেও। গোল করার দক্ষতাও আছে দু’বারের সাফ কাপ জয়ী এই মিডিওর।
ক্লাব ফুটবলে তো বটেই জাতীয় দলের হয়েও আন্তর্জাতিক ম্যাচে গোল রয়েছে সাহালের। সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব আল এত্তিহাদ ফুটবল অ্যাকাডেমিতে চার বছর ট্রেনিং নিয়ে নিজেকে শানিত করে নেওয়ার পর বছর ছাব্বিশের ফুটবলারটি যোগ দেন কেরল ব্লাস্টার্সে। কেরলের সিনিয়র দলের হয়ে ৯২ ম্যাচ খেলেছেন। ১০টি গোল আছে তাঁর। ভারতীয় সিনিয়র দলের জার্সিতে ৩০টি ম্যাচ খেলেছেন। সেখানেও তিনটি গোল আছে সাহালের।
[আরও পড়ুন: বিশ্ব ক্রিকেটে ভারতের দাদাগিরি অব্যাহত! আইসিসির লভ্যাংশের ৪০ শতাংশই পাচ্ছে BCCI]
সাহাল যোগ দেওয়ায় জুয়ান ফেরান্দোর দলের মাঝমাঠের শক্তি কয়েকগুণ বেড়়ে গেল। চুক্তিতে সই করার পরে সাহাল বলেন, ”মোহনবাগানের জার্সি পরে খেলব এটা ভেবেই গর্ব বোধ হচ্ছেয সতীর্থদের কাছে শুনেছি সবুজ-মেরুন জার্সি পরার পর অন্যরকম আবেগ কাজ করে। আর কলকাতা ডার্বিকে তো এল ক্লাসিকোর সঙ্গে সবাই তুলনা করেন। আমার একমাত্র নেশা হচ্ছে ফুটবল ম্যাচ দেখা। সময় পেলেই বিশ্বের সব সেরা লিগের সব ম্যাচ দেখার চেষ্টা করি। ফলে ডার্বির সময়ে স্টেডিয়ামের অবস্থা কেমন হয়, সেটা আমি টিভিতে একাধিকবার দেখেছি। কখনও ডার্বি গ্যালারিতে বসে দেখিনি। খেলিওনি। সেই ম্যাচ খেলতে নামব সবুজ-মেরুন জার্সি পরে ভেবেই দারুণ লাগছে। স্টেডিয়াম ভর্তি দর্শক থাকবে আমাদের টিমকে সমর্থন করতে। জয়ের ভাবনা ছাড়াও কখনও মাঠে নামিনি। উইন, উইন, উইন এটাই আমার মন্ত্র। ডার্বিতেও সেটা বজায় থাকবে।”
দু’দিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সাহাল। তাঁর স্ত্রী রেজাও নামী ব্যাডমিন্টন প্লেয়ার। সাহাল বলছেন, ”মোহনবাগানের সঙ্গে এই চুক্তি বিয়ের সেরা উপহার। মোহনবাগান এবার দেশের সেরা দল গড়েছে। দু’জন বিশ্বকাপার, ইউরো কাপ কাপ খেলা বিদেশির সঙ্গে খেলব। জাতীয় দলের পাঁচ-ছ’ জন সতীর্থ রয়েছে এই টিমে। দেশের হয়ে তিনটি আন্তর্জাতিক কাপ জিতেছি। কিন্তু কখনও দেশের এক নম্বর টুর্নামেন্ট আইএসএল ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পাইনি। সবুজ-মেরুনে সই করার পিছনে এটা অন্যতম কারণ। আমার বিশ্বাস মোহনবাগান এবারও ভারতসেরা হবে। আমিও ট্রফি ছোঁয়ার স্বপ্নপূরণ করতে পারব।”
[আরও পড়ুন: এশিয়ান গেমসের আগেই ধাক্কা, তথ্য গোপনের অভিযোগে ‘বিক্ষুব্ধ’ ভিনেশকে নোটিস নাডার]