সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের সেপ্টেম্বর মাসে হারিয়েছিলেন আদরের বোনকে। বছর ঘোরার আগেই আরও এক কাছের মানুষকে হারালেন সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। সোশাল মিডিয়ায় মাধ্যমে এই শোকের খবর জানান অভিনেতা।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিদিকে হারিয়েছেন সাহেব। সোশাল মিডিয়ায় দিদির একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। কোনওটিতে তাঁকে হাসিমুখে দেখা যাচ্ছে, আবার কোনওটিতে বিয়ের অনুষ্ঠানে মেতে উঠেছেন। এমনই এক বিয়ের অনুষ্ঠানের ছবিতে সাহেবের দিদির নাকে নল দেখা যায়। কী হয়েছিল তাঁর? তা জানা সম্ভব হয়নি। তবে অভিনেতা ছবির ক্যাপশনে লিখেছেন, "গতকাল সকালে দিদিকে হারালাম। দয়া করে ওর আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা করবেন। ওঁ সাইরাম।"
[আরও পড়ুন: রক্তাক্ত প্রতিশোধের গল্প ‘কিল’, মারকাটারি মেজাজে করণ জোহরের ‘স্টুডেন্ট’ লক্ষ্য-রাঘব]
গত বছর ডেঙ্গুর ছোবলে বোন পিয়াসী চট্টোপাধ্যায়কে হারান সাহেব। দিল্লি থেকে মেয়ের চিকিৎসার জন্য এসেছিলেন। আচমকা অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪০ বছরের মহিলা। বেলভিউর ক্রিটিকাল কেয়ারে ভর্তি ছিলেন তিনি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় ফেসবুকের মাধ্যমে রক্তদানের আর্জি জানিয়েছিলেন সাহেব। লিখেছিলেন, "A+ পজিটিভ প্লেটলেটের রক্তদাতা চাই।"
কিন্তু এর পরই ঘটে বিপত্তি। ফেসবুকে সাহেব জানান, আর রক্তদাতার প্রয়োজন নেই। ফেসবুকে অভিনেতা লেখেন, "আমার আগের পোস্ট যেখানে আমার ছোট বোন পিয়াসী চট্টোপাধ্যায়ের জন্য A+ রক্তদাতার কথা বলেছিলাম, সেই প্রসঙ্গে প্রত্যেক রক্তদাতা ধন্যবাদ জানাতে চাই যারা দূর-দূরান্ত থেকে বোনকে সাহায্য করতে এসেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ও আর নেই… মাত্র তিন রাতেই ডেঙ্গু সমস্ত কিছু শেষ করে দিল। তাই আর কোনও রক্তদাতার প্রয়োজন নেই। দয়া করে ওর চিরশান্তির কামনা করবেন। ওঁ সাইরাম।"