সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নো বলে ভারতীয় ক্রিকেটার সাই সুদর্শনকে (Sai Sudharsan) আউট দিয়েছেন আম্পায়ার? এমার্জিং এশিয়া কাপে (Emerging Asia Cup) পাকিস্তানের কাছে ভারতের হারের পরেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই প্রশ্ন। রবিবার এশিয়া কাপের ফাইনালে একেবারে বিধ্বস্ত হয় যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয় এ দল। তারপরেই সুদর্শনের আউট নিয়ে চর্চায় নেটিজেনরা। অনেকেরই দাবি, যে বলে সুদর্শন আউট হয়েছেন সেটি বৈধ ডেলিভারি ছিল না। কারণ বোলারের পা পড়েছিল ক্রিজের বাইরে। ওই বলের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
এমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। প্রথমে ব্যাট করে ৩৫২ রানের বিশাল রান করে পাক এ দল। পালটা আগ্রাসী ব্যাটিং শুরু করেন ভারত এ দলের দুই ওপেনার সুদর্শন ও অভিষেক শর্মা। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই নবম ওভারে প্যাভিলিয়নে ফেরেন সুদর্শন। তাঁর আউটের ডেলিভারি নিয়েই প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।
[আরও পড়ুন: শহরে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত, স্বাগত জানাতে মাঝরাতেই বিমানবন্দরে লাল হলুদ জনতার ঢল]
পাক পেসার আরশাদ ইকবালের বোলিংয়ে পুল মারতে গিয়ে উইকেট খোয়ান সুদর্শন। সেই আউটের রিপ্লেতে দেখা যায়, বোলারের পা পুরোটাই পড়েছে ক্রিজের বাইরে। অর্থাৎ নো বল করেছেন আরশাদ। কিন্তু রিপ্লে দেখার পরেও আউটের সিদ্ধান্ত পালটাননি আম্পায়ার। শেষ পর্যন্ত মাত্র ৪০ ওভারেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। ১২৮ রানের বিশাল ব্যবধানে এমার্জিং এশিয়া কাপ যেতে পাকিস্তান এ দল।
সুদর্শনের আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। একজনের মতে, “আজকাল আম্পায়ারিং-এর মান একেবারে পড়ে গিয়েছে। ভুল সিদ্ধান্ত নিলেও তাঁদের শাস্তি হয় না তাই এত খারাপ অবস্থা।” কারও মতে, ইচ্ছাকৃতভাবেই নো বলে আউট দেওয়া হয়েছে সুদর্শনকে। তবে এই প্রসঙ্গে এমার্জিং এশিয়া কাপ কর্তৃপক্ষ বা আয়োজকদের তরফে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি।