shono
Advertisement

অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিভ্রাট, টর্চ জ্বেলেই চিকিৎসা চলছে সাঁইথিয়ার হাসপাতালে

বিদ্যুতের তার গলে গিয়ে সমস্যা।
Posted: 01:19 PM Feb 27, 2023Updated: 01:23 PM Feb 27, 2023

নন্দন দত্ত, সিউড়ি: ফের হাসপাতাল চত্বরে অগ্নিকাণ্ড। সোমবার ব্যস্ত সময় সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে আউটডোরের বাইরে আগুন লাগে বলে খবর। হাসপাতালের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। রোগীদেরও সমস্যা হয়নি। তবে বাইরে থাকা বিদ্যুতের তার গলে যায়। তারপরই অন্ধকারে ডুবে যায় গোটা হাসপাতাল।

Advertisement

৬০ শয্যার হাসপাতাল সাঁইথিয়া স্টেট জেনারেল। এদিন আউটডোরের বাইরে আগুন লাগে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু আগুনের তাপে গলে যায় বিদ্যুতের তার আর তাতেই বিপত্তি বাঁধে। 

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ মুকুল রায়, ভরতি কলকাতার বেসরকারি হাসপাতালে]

হাসপাতাল সূত্রে খবর, সংবাদ প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত খবর গত আধঘণ্টা ধরে অন্ধকারে ডুবে হাসপাতাল। টর্চ জ্বেলে রোগীদের পরিষেবা দিচ্ছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীরা। স্বাভাবিকভাবেই সমস্যায় হাসপাতালের কর্মীরা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 

[আরও পড়ুন: অ্যাডিনো ভাইরাসের দাপটের মাঝে কলকাতার হাসপাতালে দুই খুদের মৃত্যু, বাড়ছে উদ্বেগ]

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার