shono
Advertisement

যান্ত্রিকতার বলি শিল্পী জীবন, অনুজদের স্মৃতিতে মেট্রো দুর্ঘটনায় মৃত সজল কাঞ্জিলাল

বিভিন্ন আর্ট কলেজে মডেল হিসেবে কাজ করতেন সজল কাঞ্জিলাল৷ The post যান্ত্রিকতার বলি শিল্পী জীবন, অনুজদের স্মৃতিতে মেট্রো দুর্ঘটনায় মৃত সজল কাঞ্জিলাল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:00 PM Jul 14, 2019Updated: 10:33 PM Jul 14, 2019

সুযোগ বন্দ্যোপাধ্যায়: শিল্পীর মতো জীবন কাটিয়েছিলেন৷ কিন্তু শেষটায় বড় গোল পাকিয়ে গেল৷ খোলা আকাশের নিচে, রোদছায়াবৃষ্টির মধ্যে, ধুলোমাখা পথের ধারে কিংবা আপন ঘরে প্রিয়জনের কোলে নয়৷ দৈনন্দিন জীবনের পথ চলতে চলতেই নেমেছিলেন মাটির গর্ভে৷ আর সেখান থেকে উঠে এলেন জীবন নিয়ে নয়, ক্ষতবিক্ষত, হিমশীতল একটা শরীর নিয়ে৷

Advertisement

[আরও পড়ুন: গাফিলতিতেই দুর্ঘটনা, মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর মৃতের পরিবারের]

শনিবার সন্ধেবেলা মহানগরীর পাতালপথে যে ভয়ংকর দুর্ঘটনা ঘটে গেছে, তার শিকার শিল্পী সজল কাঞ্জিলালকে নিয়ে এখন এসব কথাই শোনা যাচ্ছে তিলোত্তমার বাতাসে কান পাতলে৷ ষাটোর্ধ্ব এই ব্যক্তি পেশায় একজন ভাস্কর। কলকাতার বিভিন্ন আর্ট কলেজে তাঁর আঁকা ছবি, হাতের কাজ সাজানো রয়েছে৷ বিভিন্ন জায়গায় মডেল হিসেবেও কাজ করতেন সজল কাঞ্জিলাল৷ কসবার বাড়িতে মা ছাড়া কেউ নেই৷ আর থাকা বলতে জনা কয়েক আত্মীয়, বন্ধু৷ ছবি আঁকা, ভাস্কর্য তৈরি ছাড়াও সাহিত্যের কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন এই ‘কাঞ্জিলালদা’ (আর্ট কলেজের জুনিয়ররা তাঁকে এ নামেই ডাকতেন)৷ অ্যাকাডেমি চত্বরে নাটকের পত্রিকা বিক্রি করতেন, যুক্ত ছিলেন কয়েকটি লিটল ম্যাগাজিনের সঙ্গে৷

সেসব কাজেই শনিবার সন্ধেবেলার ভিড় মেট্রোয় পার্ক স্ট্রিট থেকে উঠতে গিয়েছিলেন সজল কাঞ্জিলাল৷ ব্যস্ত সময়ে নতুন রেকের দরজায় হাতটি গলাতে না গলাতেই দরজা বন্ধ হয়ে যায়৷ আটকে পড়েন তিনি৷ সাধারণত, ডোর সেন্সর এই অবস্থায় নিষ্ক্রিয় থাকে বলে মেট্রো চলতে পারে না৷ কিন্তু সজলবাবু যে মেট্রোয় উঠেছিলেন, হাত আটকে থাকা অবস্থাতেও তা পার্ক স্ট্রিট স্টেশন থেকে কবি সুভাষের দিকে ছুটতে থাকে৷ কিছুদূর যাওয়ার পর ঝাঁকুনি দিয়ে মেট্রো থেমে যায়৷ পড়ে যান সজলবাবু৷ সরু পাতালপথে তাঁকে ওই অবস্থা থেকে উদ্ধার করতে করতেই প্রাণবায়ু নিভে যায়৷

[আরও পড়ুন: স্কুল-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে গাঁজা বিক্রি, যাদবপুর থেকে মাদক-সহ ধৃত ২]

একজন আদ্যন্ত শিল্পীর জীবন শেষ হয়ে যায় এভাবেই৷ নাগরিক যান্ত্রিকতা কেড়ে নেয় বোহেমিয়ান জীবনকে৷ সজল কাঞ্জিলালের ব্যবহারিক জীবন নিতান্তই সাদামাটা ছিল৷ খুব স্বচ্ছলতা ছিল না কখনওই৷ সম্প্রতি হাল ফিরেছিল৷ কিন্তু তার আগেই সব শেষ৷ মেট্রো কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ক্ষুব্ধ শিল্পী সমাজ, নাগরিক সমাজ৷ কেউ কেউ বলছেন, এই উদাসীনতার জন্য দায়ী কর্মীদের সাসপেনশন নয়, চাকরি থেকেই বরখাস্ত করে দেওয়া উচিত৷ অনিচ্ছাকৃত খুনের জন্য মামলা দায়ের করে বিচার প্রক্রিয়া চলা উচিত৷ রবিবার শেষ বিকেলে অ্যাকাডেমি চত্বরে নাট্যকর্মীরা ফুলে,মালায় সাজিয়ে বিদায় দিলেন তাঁদের প্রিয় দাদাকে৷ কলকাতা মেট্রোতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত করতে আসছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ দোষীদের সাজা হয়তো হবে, কিন্তু হারানো জীবন ফেরানো যাবে না কোনওদিন৷

The post যান্ত্রিকতার বলি শিল্পী জীবন, অনুজদের স্মৃতিতে মেট্রো দুর্ঘটনায় মৃত সজল কাঞ্জিলাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement