দুলাল দে: এরকমটা যে হতে পারে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। সেই কারণে বৃহস্পতিবার ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির মিটিংও ডাকা হয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত আর অপেক্ষা করলেন না ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। এদিনই সচিব সাজি প্রভাকরণকে (Shaji Prabhakaran) চিঠি দিয়ে জনিয়ে দেওয়া হল, ফেডারেশনের সেক্রেটারি জেনারেলের পদ থেকে তাঁকে বরখাস্ত করা হল। বাইরে থেকে নতুন করে কোনও সচিব নিয়োগ করা না পর্যন্ত ফেডারেশনের ডেপুটি জেনারেলের সেক্রেটারি সত্য নারায়ণ এখন থেকে সেক্রেটারি জেনারেলের কাজ সামলাবেন।
নতুন কমিটির বয়স সবে এক বছর পার হয়েছে। আর তার মধ্যেই ঘটা করে সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ করা সাজ প্রবাকরণকে সরিয়ে দেওয়া হল। শুনতে ব্যপারটা কিছুটা আশ্চর্যর লাগলেও ফেডারেশনের অন্দরে যারা খোঁজ-খবর রাখেন, তাঁরা অনেকেই জেনে গিয়েছিলেন, সচিব পদ থেকে সাজির বিদায় স্রেফ কিছুদিন সময়ের অপেক্ষা। যে কোনওদিন তাঁকে সরিয়ে দেওয়া হবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, সাজি প্রভাকরণ নিজেও বুঝে গিয়েছিলেন পুরো ব্যাপারটা।
[আরও পড়ুন: World Cup 2023: ঐশ্বরিক ম্যাক্সওয়েলে সেমিফাইনালে অস্ট্রেলিয়া, স্বামীর জন্য ভিনির স্পেশাল পোস্ট ভাইরাল]
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সভপতি কল্যাণ চৌবে-সহ কার্যকরী কমিটির অনেকের সঙ্গেই আর বনিবনা হচ্ছে না সাজির। সেক্রেটারি জেনারেলের ক্ষমতা খর্ব করার জন্য কিছুদিন আগেই হ্যারিশের নেতৃত্বে অ্যাডভাইসরি কমিটি করা হয়েছিল। তখনই বুঝিয়ে দেওয়া হয়েছিল, সাজির ডানা ছাঁটা হচ্ছে। এরপর বেঙ্গালুরুতে সাফ কাপের সময় কর্নাটক অ্যাসোসিয়েশনের সত্য নারায়ণকে ডেপুটি জেনারেল সেক্রেটারি পদে বসিয়ে সাজিকে বুঝিয়ে দেওয়া হয়, তাঁর জায়গায় ফেডারেশন কর্তারা কাকে ভাবছেন।
এরপর ফেডারেশনের অন্দরে যেমন অনেক জল গড়িয়েছে, সেরকম সাজির সঙ্গে ফেডারেশনের অনেক কর্তার সম্পর্কের রসায়নও দিনের পর দিন আরও খারাপ হয়েছে। ফলে দিন তিনেক আগেই ঠিক হয়ে যায়, বৃহস্পতিবার ফেডারেশনের মিটিংয়ে বরখাস্ত করা হবে সেক্রেটারি জেনারেলকে। কিন্তু সবাইকে অবাক করে এদিনই চিঠি দিয়ে সাজি প্রভাকরণকে বরখাস্ত করা হয় সেক্রেটারি জেনারেল পদ থেকে।
কার্যকরী কমিটির মিটিংয়ের আগেই এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে অনেকের ব্যাখ্যা হল, সাজিও যেহেতু বুঝে গিয়েছিলেন, বৃহস্পতিবারের মিটিংয়ে তিনি বরখাস্ত হতে পারেন, তাই মিটিংয়ে পাল্টা বক্তব্য রাখার জন্য নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছিলেন। কিন্তু এদিনই বরখাস্ত করে ফেডারেশন কর্তারা সাজিকে বৃহস্পতিবারের মিটিংয়ে উপস্থিত থাকার সুযোগটাই আর দিল না। ফলে মাত্র এক বছর দু’মাসের মেয়াদ অতিক্রম করেই ফেডারেশনের সেক্রেটারি জেনারেলের পদ থেকে বরখাস্ত হলেন সাজি প্রভাকরণ।