shono
Advertisement
Rajinikanth

কুলি-বাস কন্ডাকটার থেকে ৪০০ কোটির সুপারস্টার! রজনীকান্তের বায়োপিকে জীবনসংগ্রামের কাহিনী

বলিউডে তৈরি হচ্ছে দক্ষিণী সুপারস্টারের বায়োপিক।
Posted: 10:39 AM May 03, 2024Updated: 10:39 AM May 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। তবে জনপ্রিয় রজনীকান্ত (Rajinikanth Biopic) নামে। একসময়ে দুবেলা দুমুঠো অন্নসংস্থানের জন্য কী না করতে হয়েছে তাঁকে? কখনও কুলি হয়ে জিনিসপত্র বয়ে দিয়েছেন, কখনও বাসের টিকিট কেটেছেন কন্ডাক্টর হয়ে। আর আজ তিনি ৪০০ কোটি টাকার মালিক! গোটা বিশ্বে 'থালাইভা'র অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। দাক্ষিণাত্যের সেই মেগাস্টারের জীবনসংগ্রাম, উত্থানের কাহিনীই এবার সিনেপর্দায়। নেপথ্যে বলিপাড়ার ডাকসাইটে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala)।

Advertisement

ছবি : এক্স হ্যান্ডেল

[আরও পড়ুন: মাঝরাতে অর্ধনগ্ন হয়ে হোটেল থেকে বেরলেন ব্রিটনি স্পিয়ার্স! এল অ্যাম্বুল্যান্সও, কী হল পপসম্রাজ্ঞীর?]

মাস খানেক ধরেই রজনী আন্না এবং তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাজিদ, যাতে বায়োপিকের খসড়া প্রস্তুতিতে কোনওরকম ভুলচুক না থাকে। ইতিমধ্যেই সুপারস্টার সবুজ সংকেত দিয়ে সাজিদের সঙ্গে বড় চুক্তি সেরে ফেলেছেন। প্রযোজক ঘনিষ্ঠ এক ব্যক্তির কথায়, অনেকেই হয়তো জানেন না যে, সাজিদ নাদিয়াদওয়ালা সুপারস্টার রজনীকান্তের পাশাপাশি মানুষ রজনীকান্তেরও বড় ভক্ত। ওঁর মনে হয়, রজনীকান্তের এই বাস কন্ডাকটার থেকে সুপারস্টার হয়ে ওঠার জীবনসংগ্রামের কাহিনী গোটা বিশ্বের দরবারে তুলে ধরা উচিত। সাজিদ নিজে বসে চিত্রনাট্য সাজাচ্ছেন। এই ছবিতে মানুষ রজনীকান্তের বহু অজানা দিক তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

গত মার্চ মাসেই রজনীকান্তের সঙ্গে সাজিদ ছবি শেয়ার করে জানিয়েছিলেন, "রজনীকান্তের মতো কিংবদন্তীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সত্যিই ধন্য।" তখনই বায়োপিক আসার আভাস পাওয়া গিয়েছিল। তবে কে রজনীকান্তের বায়োপিকে অভিনয় করবেন, সেকথা এখনও জানা যায়নি। এদিকে মেয়ে ঐশ্বর্য পরিচালিত লাল সেলাম সিনেমায় শেষবার ধরা দিয়েছেন রজনী আন্না। এবার তাঁর বায়োপিক আসার খবরে খুশি ভক্তরা।

[আরও পড়ুন: উপোস করে ‘হীরামাণ্ডি’র শুটিং অদিতির, কেন বনশালি খেতে দেননি অভিনেত্রীকে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোটা বিশ্বে 'থালাইভা' রজনীকান্তের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।
  • দাক্ষিণাত্যের সেই মেগাস্টারের জীবনসংগ্রাম, উত্থানের কাহিনীই এবার সিনেপর্দায়।
  • নেপথ্যে বলিপাড়ার ডাকসাইটে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা
Advertisement