shono
Advertisement

ফের সঙ্গীতা বিজলানির প্রেমে সলমন! সোশ্যাল মিডিয়ায় মিলল প্রমাণ

সাতান্নর গণ্ডি পেরিয়ে এখনও বলিউডের মোস্ট এলিজিবল ব্য়াচেলার সলমন।
Posted: 10:24 AM Apr 04, 2023Updated: 10:25 AM Apr 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো চাল ভাতে বাড়ে। আর পুরনো প্রেম? এর উত্তর সলমন খান ও সঙ্গীতা বিজলানি! ব্যাপারটা একটু খোলসা করি বরং।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ছবি পোস্ট করেছেন সলমন খান। যে ছবির ক্য়াপশনে ইংরেজি শব্দে ‘হে’ লিখেছেন তিনি। ছবি দেখে অনুরাগীরা লক্ষাধিক লাইকে ভরিয়ে দিলেন। তবে সলমনের চোখ গিয়ে ঠেকল এক প্রাক্তন প্রেমিকার কমেন্টেই! হ্যাঁ, সলমনের এই ছবির ক্যাপশনে লেখা ‘হে’-র উত্তর দিলেন সঙ্গীতা বিজলানি। সঙ্গে সঙ্গে বলিপাড়ায় গুঞ্জন। প্রাক্তনের প্রেমেই ফের নাকি পড়েছেন সলমন।

[আরও পড়ুন: জমজমাট রহস্য গল্পে নজর কাড়লেন সারা-বিক্রান্ত জুটি, কেমন হল ‘গ্যাসলাইট’?]

সাতান্নর গণ্ডি পেরিয়ে এখনও বলিউডের মোস্ট এলিজিবল ব্য়াচেলার সলমন (Salman Khan)। তবে বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। কখনও বিয়ে প্রায় পাকা হয়ে গিয়েছিল সংগীতা বিজলানির সঙ্গে তো কখনও দীর্ঘদিনের প্রেমিকার হিসেবে উঠে এসেছিল সোমি আলির নাম। ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, ইউলিয়া ভান্টুর, জীবনে প্রেমিকার অভাব হয়নি কখনও। তবে কোনও প্রেমই পরিণতি পাইনি। তবে সলমনের ভালবাসার জীবনের প্রতি মুহূর্তের আপডেট পেতে বেশ ভালইবাসেন অনুরাগীরা।

[আরও পড়ুন: মধুমিতার নতুন গাড়িতে মদন মিত্র! অভিনেত্রীর সঙ্গে কোথায় চললেন বিধায়ক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement