shono
Advertisement

Breaking News

সলমনের রোষে বিপদে অরিজিতের কেরিয়ার!

কিন্তু সমস্যা মেটেনি এতেও৷ ক্ষমা চাওয়ার পরও মিডিয়ার সামনে বিস্ফোরক অরিজিৎ৷ তিনি জানিয়েছেন, প্রথমে 'কিক', তারপর 'বজরঙ্গী ভাইজান' এবং তারপর 'সুলতান', একটার পর একটা ছবিতে তাঁর গাওয়া গান বাতিল করে দিচ্ছেন সলমন৷ প্রথম দু'বার তাঁর গান বাতিল করা হলে তিনি নাকি ব্যক্তিগতভাবে ভাইজানের কাছে ক্ষমা চান৷ সলমন নাকি তাঁকে বলেনও তিনি আর রেগে নেই৷ The post সলমনের রোষে বিপদে অরিজিতের কেরিয়ার! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:33 AM May 30, 2016Updated: 10:23 PM May 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে টিকে থাকতে হলে ভাইজানের সঙ্গে পাঙ্গা নেওয়া চলবে না! এটাই যেন বলিউডের বেদবাক্য! কিন্তু বরাবরের আপনভোলা অরিজিৎ সিং নিজের কেরিয়ারের শুরুতেই এই ভুলটিই করে বসেছেন৷ চটিয়ে দিয়েছেন ভাইজানকে৷ আর তার জন্য বিস্তর জলঘোলা চলছে বলিউডে৷ মাশুল হিসাবে নাকি অরিজিতের কেরিয়ারও প্রায় ডুবতে বসেছে৷ অন্তত এমনই জানালেন গায়ক নিজেই৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁকে ব্যক্তিগত জীবনে অপছন্দ করেন সলমন৷ আর তাই সিনেমা থেকে তাঁর গাওয়া গান একের পর এক ছেঁটে ফেলছেন সলমন৷
তাই অবস্থার সামাল দিতে গিয়ে জনসমক্ষে ভাইজানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ৷
কিন্তু সমস্যা মেটেনি এতেও৷ ক্ষমা চাওয়ার পরও মিডিয়ার সামনে বিস্ফোরক অরিজিৎ৷ তিনি জানিয়েছেন, প্রথমে ‘কিক’, তারপর ‘বজরঙ্গী ভাইজান’ এবং তারপর ‘সুলতান’, একটার পর একটা ছবিতে তাঁর গাওয়া গান বাতিল করে দিচ্ছেন সলমন৷ প্রথম দু’বার তাঁর গান বাতিল করা হলে তিনি নাকি ব্যক্তিগতভাবে ভাইজানের কাছে ক্ষমা চান৷ সলমন নাকি তাঁকে বলেনও তিনি আর রেগে নেই৷ কিন্তু এরপরেও সলমনের আগামী ছবি ‘সুলতান’ থেকে অরিজিতের গাওয়া গান বাদ দিয়ে দেওয়া হয়৷ অরিজিতের দাবি, বেশ কয়েকবছর আগের এক অ্যাওয়ার্ড ফাংশানে চটি পরে যাওয়ার অপরাধে তাঁর উপর চটে রয়েছেন সলমন৷ সেই অনুষ্ঠানে ক্যাসুয়াল পোশাকে চলে যাওয়ায় সলমন নাকি নানা কথাও শুনিয়েছিলেন তাঁকে৷ কিন্তু এরপর নানা সময়ে নানাভাবে ক্ষমা চেয়েছেন অরিজিৎ৷ তাও নাকি মন গলেনি ভাইজানের৷ মুখে কিছু না বললেও কেরিয়ারের ক্ষতি করছেন অরিজিতের৷ তাঁর গাওয়া ভাল গান দায়িত্ব নিয়ে ছেঁটে ফেলছেন তাঁর নিজের সিনেমা থেকে৷
অরিজিতের দুঃখ, গান যদি খারাপ হত তার জন্যও বাতিল করা হত, তবে কিছু বলার থাকত না৷ কিন্তু রোষের কারণে গুরুত্বপূর্ণ গান ছবি থেকে বাদ পড়ছে৷

Advertisement

The post সলমনের রোষে বিপদে অরিজিতের কেরিয়ার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement