সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে নিজে হাতে পাকিস্তানের পতাকা তুললেন সলমন খান। তাও আবার হাসি মুখে। ভারতীয় হিসেবে এ বিষয় কি মেনে নেওয়া সম্ভব? তিনি যত বড়মাপের অভিনেতাই হোন না কেন, এমন কাজ তো একপ্রকার ‘দেশদ্রোহিতা’রই শামিল। আর তাই তীব্র রোষের মুখে পড়তে হল দাবাং খানকে।
কিন্তু কেন এমনটা করলেন তিনি? আচমকা পাকিস্তানের পতাকা উত্তোলনই বা করতে গেলেন কেন? তাহলে একটু খোলসা করে বলা যাক। বর্তমানে ‘ভারত’ ছবির শুটিংয়ে ব্যস্ত বলিউড সুপারস্টার। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। সম্প্রতি ছবির গোটা টিমের সঙ্গে শুটিংয়ের জন্য পাঞ্জাবের ওয়াঘা বর্ডারে পৌঁছেছিলেন দুই তারকা। ঠিক ছিল সেখানে ছবির একটি দৃশ্যের শুট হবে। কিন্তু নিরাপত্তার কারণে তা সম্ভব হয়নি। ফলে পাঞ্জাবেরই একটি গ্রামে তৈরি করা হয় ওয়াঘার সেট। যে সেটে ভারত ও পাকিস্তান উভয় দেশের পতাকাই দেখানো হবে বলে ঠিক করেন পরিচালক। আর সেই কারণেই ভারতের পাশাপাশি পাকিস্তানের পতাকাও উত্তোলন করেন সলমন। কিন্তু এমন দৃশ্য কোনওভাবেই মেনে নিতে পারেননি স্থানীয় বাসিন্দারা। ছবির কলাকুশলীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানকার কৃষক, ব্যবসায়ীরাও। তাঁদের বক্তব্য, কৃত্রিম ওয়াঘা বর্ডার তৈরি করাতে তাঁদের কোনও অভিযোগ নেই। কিন্তু দেশের মাটিতে চিরশত্রুদের পতাকা উত্তোলন একেবারেই মেনে নেওয়া যায় না।
[নেটদুনিয়া কাঁপাচ্ছে মেহেন্দিতে দীপিকার নৃত্য, কোন গানে নাচলেন অভিনেত্রী?]
ঘটনার জল অনেক দূর পর্যন্ত গড়ায়। শুটিং সেট এবং সলমনদের হোটেলও ঘেরাও করেন গ্রামবাসীরা। গোটা ঘটনায় এতটাই ক্ষুব্ধ তাঁরা, যে ভাইজান এবং ছবির নির্মাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও অবশ্য শুটিং শেষ করতে পেরেছেন সলমন-ক্যাটরিনারা। তবে পুলিশের খাতায় নাম উঠে গেল তাঁদের।
দক্ষিণ কোরিয়ার ছবি ‘ওড টু মাই ফাদার’ আবলম্বনে তৈরি হচ্ছে ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবনের মধ্যে দিয়ে তুলে ধরা হবে ১৯৫০ সাল থেকে বর্তমান পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইতিহাস। ছবিতে নাকি পাঁচটি আলাদা লুকে দেখা যাবে সলমনকে। দীর্ঘ ৬০ বছরের ইতিহাস দেখাতে প্রায় ৩ ঘণ্টারই ছবি বানানোর পরিকল্পনা ছিল পরিচালকের। তবে শোনা যাচ্ছে, কাটছাঁট করে সিনেমাটি হবে আড়াই ঘণ্টার। আগামী বছর ৫ জুন মুক্তি পাবে ‘ভারত’। উল্লেখ্য, হিন্দু ভাবাবেগে আঘাত করায় কেদারনাথের পুরোহিতদের রোষের মুখে পড়তে হয়েছে সুশান্ত সিং রাজপুতের আপকামিং ছবি ‘কেদারনাথ’-কে। এবার ছবির শুটিংয়ের জন্য বিপাকে পড়লেন সলমনও।
[আরও বিপাকে অলোক নাথ, অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের]
The post দেশের মাটিতে পাকিস্তানের পতাকা উড়িয়ে রোষের মুখে সলমন appeared first on Sangbad Pratidin.