সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেজাজে তিনি দাবাং। কিন্তু কঠিন চেহারার নেপথ্যে যে একটা নরম হৃদয়ও রয়েছে সলমনের, তা দেখতে পাওয়া যায় মাঝে মধ্যেই। সলমন ঘনিষ্ঠরা বলেন, ভাইজান নাকি একেবারেই নারকেলের মতো। বাইরে কঠিন, ভিতর নরম। আর তার প্রমাণ সম্প্রতি পাওয়া গেল মুম্বই বিমানবন্দরে।
এমনিতেই প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। সেই কারণেই সলমনের আশপাশে নিরাপত্তা আগে থেকে আরও কড়া। তাই নিরাপত্তা গণ্ডি পেরিয়ে সলমনের কাছে আসতেও পারেন না তাঁর ভক্তরা। সোশাল মিডিয়ায় আগেও এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, ভক্তরা সেলফি তুলতে এলে, সলমন একেবারে ক্ষেপে লাল। সেই সলমনই এবার এগিয়ে গিয়ে খুদে ভক্তকে আদর করে বসলেন!
[আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস]
হ্যাঁ, এমনটাই ঘটেছে মুম্বই বিমানবন্দরে। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এক খুদেকে কাছে ডেকে আদর করছেন ভাইজান। সলমনের চোখে মুখে দুষ্টু মিষ্টি হাসিও উঁকি মেরেছে। সলমনের এই ভিডিও দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা।
সেলিব্রিটি ক্রিকেট লিগের জন্য দুবাইয়ে গিয়েছিলেন সলমন খান। সেখান থেকে ফেরার সময় এমন কাণ্ড ঘটিয়েছেন ভাইজান।