shono
Advertisement

‘শরীরজুড়ে ছিল তীব্র যন্ত্রণা, আত্মহত্যার রোগে ভুগছিলাম!’বিস্ফোরক সলমন

এখন কেমন আছেন সলমন?
Posted: 07:02 PM Mar 21, 2022Updated: 07:03 PM Mar 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় সলমন একেবারেই অ্যাকশন প্যাকড। ভাইজানের ফিটনেস তো দেখার মতো। তাঁর পেশিবহুল দেহের ফ্যান আট থেকে আশি। যদি হঠাৎ জানতে পারেন সেই সলমন খানই (Salman Khan) এক কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, তাহলে!

Advertisement

হ্যাঁ, অবাক হওয়ার মতোই ঘটনা। তবে এটা মোটেই গুঞ্জন নয়। বরং, সলমন নিজেই জানিয়ে ছিলেন তিনি আত্মহত্যা রোগের শিকার হয়েছিলেন। ব্যাপারটা একটু বিশদে বলা যাক, টিউবলাইট ছবির প্রচারে সাংবাদিকদের সামনে সলমন নিজেই জানান, তিনি ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ নামের একটি নার্ভের অসুখে আক্রান্ত। চলতি কথায় যাকে আত্মহত্যার রোগ বলা হয়। চিকিৎসকদের কথায়, এই রোগে শরীরে এতটাই যন্ত্রণা হয় যে, যন্ত্রণা থেকে মুক্তি পেতে রোগী আত্মহত্যার চেষ্টা করতে পারে। সলমনও এই যন্ত্রণার কথা জানিয়ে ছিলেন।

[আরও পড়ুন: চোখে কাজল, হাতে ব্যাট, ‘সাবাশ মিতু’র টিজারে মিতালি রাজ হয়েই ছক্কা হাঁকালেন তাপসী ]

তবে এখন সলমন সুস্থই আছেন। এই রোগ থেকে সুস্থ হয়ে সলমন জানিয়ে ছিলেন, মানসিক জোরই তাঁকে সুস্থতার পথে এগিয়ে দিয়েছে। ২০০১ সালে এই রোগে শিকার হন সলমন। তারকাদের মধ্যে তিনিই প্রথম মুখ খুলেছেন এই রোগ নিয়ে, যা অন্যান্যদের মধ্যে সচেতনতা বাড়ে।

কয়েক দিন আগেই সলমন শেয়ার করেছিলেন ‘টাইগার থ্রি’ ছবির টিজার। যেখানে ক্যাটরিনা দেখা গেল একেবারে অ্যাকশন অবতারে। ক্যাটরিনা যখন অ্যাকশনে মত্ত, তখন চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন সলমন! চাদর সরাতেই দেখা গেল সলমনের টাইগার রূপ! যা দেখে ইতিমধ্যেই অনুরাগীদের হইচই শুরু।

২০১২ সালে মুক্তি পায় সলমন-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ফিরে আসে এই জুটি। গুপ্তচর টাইগারের অ্যাকশন আর সলমন-ক্যাটরিনার জমজমাট প্রেম বক্স অফিস কাবু করে রেখেছিল। সেই ম্যাজিককে সঙ্গে নিয়েই ৫ বছর পর ফের হাজির সল্লু-ক্যাট। কয়েক মিনিটের টিজারেই টাইগার থ্রি বুঝিয়ে দিল এবারও ইদের বক্স অফিস থাকবে সলমনের কবজায়। ২১ এপ্রিল, ইদের মরশুমেই মুক্তি পাবে সলমনের ‘টাইগার থ্রি’। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলগুতে।

[আরও পড়ুন: অভিনেত্রী তনুশ্রীকে পোশাক খুলে নাচতে বলেছিলেন বিবেক অগ্নিহোত্রী! ফের ভাইরাল পুরনো টুইট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement