সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সোমবার, ২০ মে পঞ্চম দফায় মহারাষ্ট্রে ভোট রয়েছে। তার প্রাক্কালেই বিশেষ বার্তা দিলেন সলমন খান (Salman Khan)। এক দশক আগে পর্যন্ত বলিউড সুপারস্টারকে ভোটপ্রচারের ময়দানে দেখা যেত। কখনও বিনোদ খান্নার জন্য বিজেপির প্রচার করেছেন, আবার কখনো মিলিন্দ দেওরার জন্য কংগ্রেসের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে অতীতে তাঁকে। তবে বর্তমানে রাজনৈতিক ময়দান থেকে শতহস্ত দূরে তিনি! সিনেমার কাজ নিয়েই ব্যস্ত বলিউড সুপারস্টার। তবে চলতি নির্বাচনী আবহে বিশেষ বার্তা দিলেন ভাইজান।
আগামী ২০ মে সলমন নিজেও ভোট দিতে যাবেন বলে জানালেন। এক্স হ্যান্ডেলে অনুরাগীদের উদ্দেশে অভিনেতা লিখলেন, "যা খুশি হয়ে যাক আমি ৩৬৫ দিন শরীরচর্চা করি। আর এবার যত ব্যস্ততাই থাকুক না কেন, আগামী ২০ তারিখ আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাব। তাই তোমাদের যা ইচ্ছে হয় তোমরা তাই করো, তবে ভোটটা দিও। আর হ্যাঁ ভারতমাতাকে কোনও কষ্ট দিও না। ভারতমাতা কী জয়!"
[আরও পড়ুন: মুম্বইয়ে বেআইনি বিলবোর্ড ভেঙে মৃত্যু কাকা-কাকিমার, শেষকৃত্যে হাজির কার্তিক আরিয়ান]
সলমনই অবশ্য প্রথম নন। এর আগে রণবীর কাপুর, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রারাও চতুর্থ দফা ভোটের আগে আমজনতাকে গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন। প্রত্যেকেই অনুরাগীদের মৌলিক অধিকার প্রয়োগ করার বার্তা দিয়ে বলেছিলেন, ‘জাগো, জনতা জনার্দন’। এই ক্যাম্পেইনে শামিল হয়েছিলেন বোমান ইরানি, শঙ্কর মহাদেবন, রাশি খান্না, প্রীতম চক্রবর্তী, নেহা কক্কর এবং ক্রিকেটার রিষভ পন্থও। গত ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। কয়েক দফার ভোট নির্বিঘ্নে মিটেছে। উল্লেখ্য, এর আগে কখনও ভারতে এত সুদীর্ঘ সময় ধরে গণতন্ত্রের উৎসব পালিত হয়নি।