shono
Advertisement

Breaking News

সল্টলেকের সেক্টর ফাইভে হকার উচ্ছেদে স্থগিতাদেশ হাই কোর্টের

৩০ আগস্ট পর্যন্ত উচ্ছেদ নয়, নির্দেশ আদালতের৷ The post সল্টলেকের সেক্টর ফাইভে হকার উচ্ছেদে স্থগিতাদেশ হাই কোর্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:09 PM Jul 30, 2018Updated: 05:25 PM Jul 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় হকার উচ্ছেদের ঘটনায় স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট৷ ৩০ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করে আদালত জানায়, এই সময়ের মধ্যে ওই এলাকা থেকে কোনও হকারকে উচ্ছেদ করা যাবে না৷ সমস্ত প্রক্রিয়া স্থগিত থাকবে৷ সেক্টর ফাইভ এলাকার হকার ইউনিয়নের করা মামলার ভিত্তিতেই সোমবার এই নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷ যাতে অনেকটাই স্বস্তি বোধ করছেন সল্টলেক সেক্টর ফাইভের প্রায় সাড়ে পাঁচ হাজার হকার৷

Advertisement

[দিল্লি যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট, বিরক্ত তৃণমূল সাংসদরা]

জানা গিয়েছে, হাই কোর্টে দায়ের করা মামলায় একাধিক দাবি পেশ করেছিলেন সল্টলেক সেক্টর ফাইভের হকার ইউনিয়ন৷ যার মধ্যে অন্যতম, সেখানে যথাযথ হকার বিধি চালু না হওয়া৷ সূত্রের খবর, বিচারকের সামনে ইউনিয়নের সেই দাবিগুলিই তুলে ধরেন আইনজীবী৷ বলেন, প্রশাসনের পক্ষ থেকে হকার বিধি কার্যকর করা এখনও সম্ভবপর হয়ে ওঠেনি৷ ফলে রুটি-রুজির টানে বাধ্য হয়েই সেক্টর ফাইভের রাস্তার ধারে দোকান চালাতে হচ্ছে হকারদের৷ যা মেনে নেন সরকারি পক্ষের আইনজীবীও৷ সূত্রের খবর, দু’পক্ষের মতামত শুনেই ৩০ আগস্ট পর্যন্ত হকার উচ্ছেদ কর্মসূচিতে স্থগিতাদেশ দেন বিচারপতি৷

প্রসঙ্গত, হকার উচ্ছেদ ঘিরে গত শুক্রবার কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে সল্টলেক সেক্টর ফাইভ৷ প্রতিবাদে, ওইদিন সকাল থেকেই সেখানে বনধ পালন করেন হকার ও দোকানদাররা৷ দুপুর গড়াতেই বিক্ষোভে নামেন তাঁরা৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী৷ হকার ইউনিয়ন অভিযোগ করে, কোনও আগাম নোটিস, নির্দেশিকা বা পুনর্বাসনের আশ্বাস ছাড়াই দোকান উচ্ছেদে তৎপর হয়েছে এনকেডিএ৷ ফলে কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাঁরা৷ বুঝে উঠতে পারছেন না এরপর কী করবেন৷ অন্যদিকে হকারদের বিরুদ্ধেও পালটা অভিযোগ করে কর্তৃপক্ষ৷ জানায়, তাদের কাছে থাকা তালিকা অনুযায়ী সল্টলেক সেক্টর ফাইভের ওই অংশে ৭৫০টি দোকানকে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে৷ কিন্তু বেআইনিভাবে প্রায় সাড়ে পাঁচ হাজার অবৈধ দোকান গজিয়ে উঠেছে৷

[নাগরিকপঞ্জির নামে চলছে ‘বাঙালি খেদাও’, অসম ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার]

পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, বৈধ দোকানদারদের পুনর্বাসন দেওয়া হবে। কিন্তু যারা একাধিক দোকান চালিয়ে উপার্জন করছে, তাদের রাখা হবে না। জানা গিয়েছে, এইপরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল সল্টলেক সেক্টর ফাইভের হকার ইউনিয়ন৷ দায়ের করা হয় মামলা৷ তার ভিত্তিতেই সোমবার স্থগিতাদেশের নির্দেশ দিল আদালত৷

The post সল্টলেকের সেক্টর ফাইভে হকার উচ্ছেদে স্থগিতাদেশ হাই কোর্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement