shono
Advertisement

উত্তরপ্রদেশে একপেশেভাবে ৬৫ আসনে লড়ার ঘোষণা অখিলেশের, ক্ষুব্ধ কংগ্রেস

আসন সমঝোতা নিয়ে এত তাড়াহুড়ো কীসের, প্রশ্ন কংগ্রেসের।
Posted: 04:35 PM Nov 03, 2023Updated: 04:35 PM Nov 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশ নির্বাচনকে সামনে রেখে যে বিবাদ শুরু হয়েছিল। যত দিন যাচ্ছে সেই বিবাদ যেন বেড়েই চলেছে। মধ্যপ্রদেশে কংগ্রেসের (Congress) সঙ্গে জোট করার আগ্রহ দেখিয়েও সাড়া পাননি অখিলেশ যাদব। যার পালটা হিসাবে তিনি ঘোষণা করে দিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৬৫ আসনে একাই লড়বে সমাজবাদী পার্টি। বাকি আসনগুলো ভাগ করে দেওয়া হবে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে।

Advertisement

আসলে মধ্যপ্রদেশ নির্বাচনে (MP Elections) আসন সমঝোতা ভেস্তে যাওয়ায় কংগ্রেসের উপর খাপ্পা অখিলেশ। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, কংগ্রেস নিজেদের শক্তির জায়গায় দাদাগিরি করছে। মধ্যপ্রদেশে তিনি মাত্র ৬টি আসনে লড়তে চেয়েছিলেন। কিন্তু কমল নাথ (Kamal Nath) সেই ৬টি আসনও তাঁকে ছাড়তে রাজি হননি। উলটে অখিলেশকে কটাক্ষ ছুড়েছেন। যার জেরে মধ্যপ্রদেশে জোট ভেঙে গিয়েছে। রাজস্থানেও কংগ্রেস কোনও ছোট দলকে আসন ছাড়েনি।

[আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধে এবার আসরে কুখ্যাত ‘ওয়াগনার’! পুতিনের জালে আমেরিকা?]

যার পালটা হিসাবে বৃহস্পতিবার অখিলেশও কার্যত একপেশেভাবে ঘোষণা করে দিয়েছেন ২০২৪ লোকসভা নির্বাচনে উত্তপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৬৫টিতে লড়বে সমাজবাদী পার্টি। বাকি ১৫টি আসন ভাগ করে দেওয়া হবে ইন্ডিয়া (INDIA) জোটের অন্য সঙ্গীদের মধ্যে। এই অন্য সঙ্গীদের মধ্যে কংগ্রেস আছে, রাষ্ট্রীয় লোকদল আছে, আপনা দলের একটি অংশ আছে, মহান দল আছে। এমনকী তৃণমূল এবং জেডিইউও উত্তরপ্রদেশে লড়তে আগ্রহী। এতগুলি দলের মধ্যে আসন ভাগ করতে হলে কংগ্রেসের ভাগ্যে ৮০টির মধ্যে বড়জোর ৫-৭টি আসন জুটতে পারে।

[আরও পড়ুন: সন্ত্রাসবাদ বরদাস্ত নয়, তবে… প্যালেস্টাইন নিয়ে কী বার্তা জয়শংকরের?]

অখিলেশের (Akhilesh Yadav) এই ঘোষণায় স্বভাবতই ক্ষুব্ধ কংগ্রেস শিবির। উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় রাই বলে দিয়েছেন, এখনও আসন সমঝোতা নিয়ে আলোচনার সময় আসেনি। পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের বড় নেতারা ব্যস্ত। ভোটের পরই এসব নিয়ে আলোচনা হবে। সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের শীর্ষ নেতারা আলোচনা করে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করবেন। এখন এ নিয়ে মুখ খোলার কোনও মানে হয় না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement