সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদয়নিধি স্ট্যালিনের (Udhayanidhi Stalin) ‘সনাতন’ মন্তব্য নিয়ে গোটা দেশে হুলস্থুল। কিন্তু মুখে কুলুপ কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray)। এই ভাষাতেই “সনাতন” বিতর্কে প্রতিপক্ষ দুই নেতাকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। গতকালই প্যারিসে বসে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছিলেন রাহুল। তিনি বলেন, বিজেপি যা করছে তার সঙ্গে হিন্দু ধর্মের কোনও সম্পর্ক নেই। এর পরেই সোমবার কংগ্রেস নেতার বিরুদ্ধে পালটা তোপ দাগলেন অনুরাগ।
কিছুদিন আগে সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়ান উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। তিনি বলেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।”
[আরও পড়ুন: ‘মাতৃসমা’ হাসিনার পায়ের কাছে বসলেন সুনাক! ব্রিটিশ প্রধানমন্ত্রীর আচরণে আপ্লুত নেটিজেনরা]
উল্লেখ্য, বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম সদস্য ডিএমকে। স্ট্যালিন পুত্রের বিতর্কিত মন্তব্যের পর মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “আমি মনে করি প্রত্যেকটি মানুষের নিজস্ব ধর্মীয় ভাবাবেগ রয়েছে। আমরা তাই সবসময় বলি ভারত ধর্মনিরপেক্ষ দেশ। বিভিন্ন ধর্মের মানুষের বাস এখানে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই এর গর্ব। আমি সনাতন ধর্মকে সম্মান করি। পুরোহিতরা তো বেদ মেনেই পুজো করেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা, সব জায়গাতেই যাই। তাই আমাদের এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যা কারও ভাবাবেগে আঘাত করে।” সরাসরি স্ট্যালিনপুত্রের মন্তব্যের বিরুদ্ধে তোপ না দেগেও মমতা বলেন, “সকলের কাছে আমার বিনীত অনুরোধ, মানুষকে আঘাত করে, এমন কোনও মন্তব্য করবেন না।”
যদিও এই বিষয়ে মুখ খোলেননি রাহুল। অপরপক্ষে প্যারিস থেকে হিন্দুত্বের প্রশ্নে বিজেপিকে আক্রমণ করেন তিনি। নিজের গীতা, উপনিষদ পাঠের কথা জানান। সোমবার অনুরাগ ঠাকুর বলেন, “বিরোধীরা সনাতন ধর্মকে অপমান করার মধ্যেই সীমাবদ্ধ। এতে তাদের মানসিকতা বোঝা যায়। সনাতন ধর্মকে অপমানের একের পর এক প্রচেষ্টা চলছে।” নাম না করে রাহুলকে কটাক্ষ করে বলেন, “বিভ্রান্তি আর মিথ্যা ছড়ানোই কিছু লোকের স্বভাব।”
[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের আইনজীবী স্ত্রীকে খুন! বাথরুমে দেহ লুকিয়ে স্টোর রুমে আত্মগোপন স্বামীর]
এদিকে রাম মন্দির উদ্বোধনের দিন গোধরা কাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে, আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধব ঠাকরে। শিবসেনা নেতাকে নিয়ে অনুরাগের মন্তব্য, “ক্ষমতার লোভে কিছু মানুষ তাদের আদর্শ ভুলে গিয়েছে।” কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “আমি জানি না বালাসাহেব আজ কী ভাবতেন আর ক্ষমতার লোভে উদ্ধব কী করছেন। রাহুল এবং উদ্ধব সনাতন ধর্ম নিয়ে বিতর্কে একটি শব্দও উচ্চারণ করেননি।”