সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অকারণে বাচ্চা ছেলেকে টার্গেট করা হচ্ছে।’ সনাতন ধর্ম (Sanatana Dharma) নিয়ে তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের (Udaynidhi Stalin) মন্তব্যে এমনই প্রতিক্রিয়া দিলেন কমল হাসান। এই প্রসঙ্গে পেরিয়ারের উদাহরণও দেন তিনি।
সম্প্রতি ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন স্ট্যালিন।। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।” এতেই বিতর্ক শুরু হয়ে যায়।
[আরও পড়ুন: হয়ে গেল ‘হলদি’, গায়ে হলুদ মেখেই পাঞ্জাবি গানে আসর মাতালেন রাঘব-পরিণীতি]
গেরুয়া শিবিরের রোষানলে পড়েন তামিলনাড়ুর মন্ত্রী। শিরচ্ছেদের হুঁশিয়ারি দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। স্ট্যালিনের পাশাপাশি এ রাজা ও আরও ১৪ জনকেও নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট। নোটিস পাঠানো হয়েছে তামিলনাড়ু সরকারকেও। উদয়নিধির বিরুদ্ধে যে এফআইআর জারি হয়েছে তার ভিত্তিতে রুজু হওয়া মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়েই কমল হাসান জানান, সনাতন ধর্মের কথা বলার জন্য অকারণে স্ট্যালিনের মতো ‘বাচ্চা ছেলে’কে টার্গেট করা হচ্ছে। স্ট্যালিনের পূর্বপুরুষরাও সনাতন ধর্ম নিয়ে কথা বলেছেন। পেরিয়ারও একসময় বলছিলেন। এরপরই অভিনেতা বলেন, পেরিয়ার একসময় মন্দিরে কাজ করতেন এবং তিনি বারাণসীতে কপালে তিলক এঁকে পুজোও করেছেন।